'প্রিয়জন: প্রতিটি শ্রোতাকে বিনি সুতোয় বেঁধে রাখার মতো অনুষ্ঠান'
(last modified Wed, 11 Oct 2023 13:28:38 GMT )
অক্টোবর ১১, ২০২৩ ১৯:২৮ Asia/Dhaka
  • 'প্রিয়জন: প্রতিটি শ্রোতাকে বিনি সুতোয় বেঁধে রাখার মতো অনুষ্ঠান'

মহোদয়, আসসালামু আলাইকুম। প্রীতি আর শুভেচ্ছা রইল। আমি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ফেসবুক লাইভের একজন পুরাতন ও নিয়মিত শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে এবং রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে পড়ে দেশ-বিদেশের নানাবিধ ঘটনার আপডেট জানতে পারি; যা আমাকে প্রশান্তি দেয়।

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের মধ্যে 'প্রিয়জন' অনুষ্ঠানটি পত্রলেখক শ্রোতাদের নিকট খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। এটি শ্রোতাদের আপন করে নেওয়ার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি শ্রোতাদের মনের মাঝে উঁকি-ঝুঁকি দেওয়া কথাগুলোর সঠিক উত্তর প্রদানের মাধ্যমে প্রতিটি শ্রোতাকে বিনি সুতোয় বেঁধে রাখার মতো অনুষ্ঠান। প্রতি সোমবার হলেই অধীর আগ্রহ নিয়ে অগনিত শ্রোতা মেইল-এর উত্তর পাবার আশায় প্রহর গুণতে থাকে।

রেডিও তেহরানের বিশ্ব সংবাদ বাংলাদেশ ও ভারতসহ মুসলিম বিশ্বের তরতাজা, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ খবর বাংলা ভাষাভাষী শ্রোতাদের প্রতিনিয়ত পাওয়ার জন্য একমাত্র আন্তর্জাতিক বেতার হলো রেডিও তেহরান।

প্রতিদিনের সংবাদ পত্রের পর্যালোচনামূলক অনুষ্ঠান কথা-বার্তা ও দৃষ্টিপাত শুনে সংবাদের আদ্যপ্রান্ত জানা যায়। এজন্য কথা-বার্তা ও দৃষ্টিপাত আমার মতো হাজারও সংবাদ পিপাসু শ্রোতার জন্য বড় উপহার।

প্রতি বৃহস্পতিবারের শিশু-কিশোরদের জন্য প্রচারিত অনুষ্ঠান 'রংধনু আসর' ছোটদের জন্য প্রণিত হলেও রংধনুর সাত রং দিকদিগন্তে ছড়িয়ে শিশু-কিশোরের পাশাপাশি বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবাইকে আকৃষ্ট করে।

তাহলে আজ এই পর্যন্তই থাক, আগামীতে আরও অন্য কোন বিষয় নিয়ে লেখা হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রেডিও তেহরানকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন- খোদা হাফেজ।

 

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রামঃ ছোট জামবাড়িয়া, ডাকঘরঃ বড়গাছীহাট-৬৩২১

উপজেলাঃ ভোলাহাট, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

ট্যাগ