শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের প্রিয়জন ও স্বাস্থ্যকথা সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ
আসসালামু আলাইকুম। প্রীতিমিশ্রিত ভালোবাসা ও হৈমন্তী শুভেচ্ছা রইলো সুদুর তেহরান প্রবাসী এবং রেডিও তেহরান সংশ্লিষ্ট আমার প্রিয়জনদের প্রতি। আশা করছি আপনারা কুশলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি।
১৬ অক্টোবর প্রচারিত চিঠিপত্রের আসর প্রিয়জনের আসর শুনছিলাম। বরাবরের মতোই এ পর্বটিও ভীষণ ভালো লেগেছে। নিজের লেখা চিঠির উত্তর এবং প্রিয়জন অনুষ্ঠানে অনুরোধের গান শুনতে পাওয়া কার না ভালো লাগে। আমি ভীষণভাবে আনন্দিত ও অভিভূত।
অনুরোধের গানটি শুনে তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে যারা কমেন্টে ভালোলাগার অনুভূতি প্রকাশ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্বে সবচেয়ে ভালো লেগেছে মুর্শিদাবাদের বন্ধু এস এম নাজিমুদ্দীন ভাইয়ের চমৎকার সাক্ষাৎকার। তার শ্রেষ্ঠ শ্রোতা হবার অনুভূতি ছিল উল্লেখ করার মতো। শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় সুপ্রিয় নাজিম ভাইকে জানাচ্ছি আরও এক দফা প্রাণঢালা অভিনন্দন। তার বক্তব্যের বিষয়বস্তু ছিল সকল শ্রোতাবন্ধুদের জন্য দিক নির্দেশক ও অনুকরণীয়। প্রিয়জনের অনবদ্য এ পর্বটি উপহার দেয়ার জন্য প্রিয়মানুষ আশরাফুর রহমান ভাই, গাজী আব্দুর রশিদ ভাই এবং আকতার জাহান আপাকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
রেডিও তেহরানের অনুষ্ঠানমালায় অন্যতম একটি সচেতনতামূলক ও জনহিতৈষী অনুষ্ঠান হচ্ছে প্রতি বুধবারের স্বাস্থ্যকথা। ১৮ অক্টোবরের স্বাস্থ্যকথা'য় সংযোজিত হলো নতুন এক দুরারোগ্য মানসিক ব্যাধি সিজোফ্রেনিয়া। এ রোগটির নামের সাথেও ইতোপূর্বে পরিচিত ছিলাম না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের জ্ঞানগর্ভ আলোচনা থেকে এ রোগটি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা পেলাম। বিশেষ করে সিজোফ্রেনিয়া রোগের বর্ণনা, মানসিক রোগ সম্পর্কে মানুষের ভুল ধারণা, খণ্ডিত মন কী-এর উপর বিস্তারিত ধারণা দেয়া হলো। আশা করছি পরবর্তী পর্বগুলোতে এই কঠিন মানসিক রোগটি সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আহরিত হবে ইনশাআল্লাহ। চমৎকার শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর সাবলীল উপস্থাপনার জন্য গাজী আব্দুর রশিদ ভাইকেও জানাচ্ছি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ। সেইসাথে আরও ধন্যবাদ জানাচ্ছি কুসুমন্ডি, দক্ষিণ দিনাজপুরের শ্রোতাবন্ধু দেবাশীষ গোপকে স্বাস্থ্যকথা'য় তুলে ধরতে এমন একটি দুরারোগ্য মানসিক রোগ নির্বাচনে তার সহায়ক ভূমিকা পালন করার জন্য।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এমন আশাবাদ ব্যক্ত করে আপাততঃ রাখছি।
আব্দুল কুদ্দুস মাস্টার
সাধারণ সম্পাদক
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগীয় শাখা।
এবং
সভাপতি, শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১