শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের ‘শেষ ত্রাণকর্তা’ ধারাবাহিকটি আশার আলো দেখাচ্ছে
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠানে গতকাল (২২/১০/২০২৩, রোববার) থেকে একটি নতুন ধারাবহিক প্রচার শুরু হয়েছে। নতুন এ ধারাবাহিকটির নাম ‘শেষ ত্রাণকর্তা’। আমরা অত্যন্ত আগ্রহভরে নতুন অনুষ্ঠানটি শুনলাম। দারুণ ভালো লেগেছে অনুষ্ঠানটি। আমরা মনে করি, এটি একটি সময়োপযোগী অনুষ্ঠান এবং হতাশাগ্রস্থ মুসলমানদের অনুপ্রেরণা ও সাহস জোগাবার মতো অনুষ্ঠান।
কেননা, মুসলিম জাতি এখন দিশাহারা, বিপর্যস্ত ও বিপন্ন। তাদের মধ্যে একদিকে রয়েছে ঐক্যের অভাব, অন্যদিকে রয়েছে ক্ষমতার মোহ। ফলে মুসলিম জাতিগুলো অমুসলিমদের অন্যায় নির্যাতনের বিরুদ্ধে কাঙ্ক্ষিত প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়ে আছে, নিজ গৃহে পরবাসী হয়ে আছে। নিজের ভূখণ্ড, নিজের দেশ হারিয়ে তারা যাযাবর জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। অথচ মুসলিম দেশগুলো একসাথে রুখে দাঁড়ালে এ সমস্যার সমাধান হতে বেশিদিন লাগতো না।
এরকম একটি পরিস্থিতিতে রেডিও তেহরানের বাংলা বিভাগ ‘শেষ ত্রাণকর্তা’ শিরোনামে একটি ধারাবাহিক প্রচার করে মুসলমানদেরকে আশার আলো দেখাচ্ছে বলেই মনে করি। গতকাল আমরা এ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনলাম। প্রথম পর্ব শুনেই দারুণ আশান্বিত হয়েছি। আশা করছি এ অনুষ্ঠানটি আমাদেরকে, মুসলমানদেরকে টিকে থাকার, লড়াই করার মনোবল জাগাতে সাহায্য করবে।
মানব জাতীর এক বড় অংশ নৈরাশ্যের মধ্যে থাকে। অনেকেই মনে করেন, বিশ্বাস করেন যে, পার্থিব জীবনই শেষ জীবন নয়। এর পরও জীবন আছে। তাই মুসলমানেরা ইমাম মাহদির আগমনে বিশ্বাসী। তারা বিশ্বাস করে যে, একদিন তিনি আসবেন, মুসলিম উম্মাহকে উদ্ধার করবেন।
শুধু ইসলাম ধর্ম নয়, অনান্য ধর্মে্ও ইমাম মাহদির আগমনের ইঙ্গিত দেয়া হয়েছে। তবে মুসলমানদের মধ্যে এ ধারণা ও বিশ্বাস দৃঢ়। তাই তারা অধীর আগ্রহে এ বিষয়ে জ্ঞান লাভ করেন, তথ্য জানার চেষ্টা করেন। পুরো মানব জাতি অধীর আগ্রহে এই শেষ ত্রাণকর্তার আগমনের অপেক্ষায় আছেন। তিনি কবে আসবেন, কখন আসবেন, কিভাবে আমাদের উদ্ধার করবেন- এসব বিষয়ে আমাদের অসীম আগ্রহ রয়েছে। আশা করি চলতি ধারাবাহিকটি আমাদের সেসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে।
পৃথিবীর বাস্তবতাও নিশ্চিত করে যে, একদিন একজন ত্রাণকর্তা আসবেন। যিনি সকল মানুষকে, পুরো মানব জাতিকে ন্যায় ও সত্যের পথে ধাবিত করবেন। পাপ থেকে মানুষকে মুক্তি দেবেন। তিনি হয়ত এসেছেন, হয়ত আসবেন- আমরা তাঁর অপেক্ষায় আছি। মুক্তির অপেক্ষায় আছি। পরিত্রাণ পাওয়ার অপেক্ষায় আছি।
বাংলাদেশে ইমাম মাহদির আগমন নিয়ে নানা মত আছে। আমাদের দেশের মৌলভী সাহেবগণ এ বিষয়ে নানা ধরনের বাখ্যা বিশ্লেষণ করে থাকেন। একেক হুজুরের মতামত একেক রকম। ফলে সাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ার অবকাশ থাকে। আমরা আশা করি রেডিও তেহরানের অনুষ্ঠানটি শোনার পর সকলের মধ্যে বিভ্রান্তির অবসান হবে। ইমাম মাহদি এবং তাঁর আগমন সম্পর্কে আমরা সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারবো।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩