শ্রোতাদের মতামত
'ফিলিস্তিন যেন এক মৃত্যুপুরীতে, নিশ্চিহ্ন করতে হবে জালিমদেরকে'
প্রিয়জন, প্রিয় আয়োজনের কর্ণধার আশরাফুর রহমান ভাই, আকতার জাহান আপু ও প্রিয় গাজী আব্দুর রশীদ ভাইকে জানাই শীতের সকালের কুয়াশাভেজা শুভেচ্ছা। আশা করছি কুশলে আছেন সকলে। আলহামদুলিল্লাহ, আমরাও কুশলে আছি।
পরসমাচার, ফিলিস্তিন যেন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হচ্ছে। ইসরাইলের বর্বর হামলায় নিরীহ নারী ও শিশুসহ হাজারো মানুষের লাশের গন্ধে ফিলিস্তিনের বাতাস ভারী হয়ে উঠছে। মুসলিম বিশ্বের কাছে আমার চাওয়া- ফিলিস্তিনিদের রক্ষার জন্য সকল মুসলিম দেশ এক হয়ে দখলদার ইসরাইলিদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে জালিমদেরকে।
আমি পার্সটুডের খবরগুলো পড়ি আর নীরবে কষ্ট পাই। মন থেকে দোয়া করি ফিলিস্তিনের মানুষের জন্য। এই পরিস্থিতিতে ইরানের ভূমিকার প্রশংসা করছি।
আমাদের শক্তি না থাকলেও মনে প্রাণে চাই ফিলিস্তিনের মানুষ মুক্তি পাক। মুসলিম বিশ্বের সকলের কাছে ফিলিস্তিনের জন্য দোয়া কামনা করছি।
নিয়মিত রেডিও তেহরানের সাথে থেকে বিশ্বের নানা খবরে আপডেট থাকি। ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে।
শুভ কামনায়
মোছাঃ রওশন আরা লাবনী
নারী ও শিশু বিষয়ক সম্পাদক
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫