শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের অনুষ্ঠানমালায় জ্ঞানের আলোর দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে'
মহাশয়, মন ও মননের চর্চার উপযুক্ত সঙ্গী রেডিও তেহরান। রেডিও তেহরান শ্রোতাদের পরম বন্ধু। শ্রোতাদের সংবাদ পিপাসা মেটাতে সদা তৎপর। শ্রোতাদের নৈতিক শিক্ষা এবং সুস্থ সংস্কৃতিতে আবদ্ধ রাখতে রেডিও তেহরান দিনকে দিন প্রগতিশীলতার পরিচয় দিয়ে চলেছে। তাইতো দিকে দিকে এবং দিনে দিনে রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা বাড়ছে। আর রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা যতো বাড়ছে ততোই মনে হচ্ছে শ্রোতারা সত্যি আলোক পথের যাত্রী।
অজ্ঞানতার অন্ধকার ভেদ করে শ্রোতারা পেতে চায় জ্ঞানের আলো। রেডিও তেহরানের অনুষ্ঠানমালাতে সেই জ্ঞানের আলোর দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে।
বর্তমান বিশ্বে সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তা বহুমুখী। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, তরতাজা সংবাদ পাবার আকাঙ্ক্ষা থাকে সব শ্রোতারই। সংবাদ মাধ্যমের হাত ধরে সে সব সত্য খবর শ্রোতাদের কাছে পৌঁছবে সেটাই কাম্য। কিন্তু দুঃখের হলেও সত্য বর্তমান বিশ্বে অধিকাংশ সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর, অসত্য বা অর্ধ সত্য সংবাদ প্রকাশ করে চলে। ফলে প্রকৃত সংবাদ প্রাপ্তি শ্রোতাদের কাছে সত্যি দুর্লভ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের ঘটনার প্রবাহ বিশেষ করে ফিলিস্তিন ও ইসরাইলের চলমান সংবাদ প্রবাহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে তুলে ধরছে তাতে প্রকৃত সত্য সংবাদ অধরায় থেকে যাচ্ছে। সেক্ষেত্রে একমাত্র রেডিও তেহরান সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একদম বাস্তব অবস্থা তুলে ধরবার চেষ্টা করছে। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, দর্পন প্রভৃতির মাধ্যমে শ্রোতাদের সংবাদ পিপাসা প্রায় পুরোপুরি মিটিয়ে দিচ্ছে।
সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে ইসলামী দর্শনের জনক আল-ফারাবীর জীবন ও কর্মের উপর অতি সুন্দর অনুষ্ঠান 'অমর মনীষী আল-ফারাবি' শ্রবণের মাধ্যমে শ্রোতারা মহাপ্রাণ ব্যক্তির মহৎ কাজের মধ্যে প্রকাশিত মানবিক আদর্শের শিক্ষা গ্রহণ করবার সুযোগ পায়, যা জীবনকে দেয় নতুন অর্থ। সত্যি অনুষ্ঠানটি যেন নতুন উন্নত জীবনবধে পরমানন্দের উপলব্ধি জাগ্রত করে।
যুবকরা যেকোনো জাতির মূল শক্তি। সেই যুবসমাজকে সর্বোত্তম উপায়ে সুশিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের শক্তি ও মেধাগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর দিশা দিয়ে পরিবেশিত অনুষ্ঠান 'সোনালী সময়'।
সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন' শ্রোতাদের ব্যক্তিত্ব ও চরিত্রকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করে। এছাড়া 'স্বাস্থ্যকথা', 'প্রিয়জন' শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ সাহায্য করে। আশরাফুর রহমানের গ্রন্থনায় ' রংধনু আসর' ছোট-বড় সবারই প্রিয় অনুষ্ঠান। এক কথায় রেডিও তেহরান মানব জীবনের সত্য উন্মোচনের পথে ব্রত। তাই রেডিও তেহরানের সঙ্গই আমার সত্যিকারের ভুবন।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
বালুরঘাট, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০