'ব্যস্ততার ক্লান্তি দূর করে প্রশান্তির বার্তা নিয়ে আসে রেডিও তেহরান'
(last modified Tue, 21 Nov 2023 13:15:09 GMT )
নভেম্বর ২১, ২০২৩ ১৯:১৫ Asia/Dhaka
  • 'ব্যস্ততার ক্লান্তি দূর করে প্রশান্তির বার্তা নিয়ে আসে রেডিও তেহরান'

জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনবাসীদের প্রতি মহান আল্লাহ তা'লার রহমত এবং প্রত্যক্ষ মদদ কামনা করে শুরু করছি আজকের পত্রলেখা। কেমন আছেন আপনারা? 

পশ্চিমা প্রচার মাধ্যমগুলোকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে আসা রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা। এদিক থেকে আমি একজন ভাগ্যবানও বটে। দিনের শত ব্যস্ততা ও ক্লান্তি দূর করে দিয়ে প্রশান্তির বার্তা নিয়ে আসে রেডিও তেহরান। তাইতো রেডিও তেহরান সবখানের সব বয়সের সব মানুষের প্রিয়। আর এর অনুষ্ঠানমালা স্বমহিমায় চির ভাস্মর। বর্তমান বিশ্বে নিরপেক্ষ সংবাদ প্রচারের  একমাত্র মাধ্যম অকুতোভয় রেডিও তেহরান।

গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখে অন্যান্য দিনের মতো পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা এবং বিশ্ব সংবাদ-এর পর প্রচারিত হয় ধারাবাহিক অনুষ্ঠান দর্পন। উপস্থাপনায় ছিলেন আক্তার জাহান ও নাসির মাহমুদ ভাই। গত ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযানের পর গাজায় ইসরাইলি বাহিনী যে পাঁচটি অপরাধের সাথে জড়িত সে বিষয়ের ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্ব ঐদিন প্রচারিত হয়। গাজায় ইসরাইলি বাহিনী যে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আমরা এর বিচার চাই। মহান আল্লাহ তা'য়ালার কাছে গাজা ও ফিলিস্তিনি মুসলিমদের জানমালের নিরাপত্তা ও তাদের উপর শান্তি কামনা করছি। 

ওইদিন দর্পনের পর প্রচারিত হয় ইরানের কালজয়ী গল্পের সমাহার নিয়ে অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও আক্তার জাহান আপা। বিষয় ছিল দুই বন্ধুর ভালুক শিকারের গল্প; যার শিরোনাম ছিল 'শিকার না করে ভালুকের চামড়া বিক্রি করো না'। গল্পটি আমার ভালো লেগেছে, মন ছুঁয়েছে। গল্পটি শুধু গল্পই ছিল না, ছিল একটি আদর্শ  উপদেশের সমাহার। ভীতু ও কাপুরুষ বন্ধু যে আদর্শ বন্ধু নয়, তা ঐ গল্পের মাধ্যমে জানতে ও বুঝতে পেরেছি। গল্পটির শিক্ষা বন্ধুত্বকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জীবনকে সুন্দর ভাবে সাজাতে সহযোগিতা করবে। 

রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো এভাবেই আদর্শ জীবন গঠনে সহযোগিতা করেছেন। পরিশেষে মহান আল্লাহ তা'য়ালার কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। 

 

প্রেরক

ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান 
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ 
রংপুর সিটি, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

ট্যাগ