একজন সক্রিয় শ্রোতা দৃষ্টিতে রেডিও তেহরানের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি
(last modified Mon, 11 Dec 2023 14:54:03 GMT )
ডিসেম্বর ১১, ২০২৩ ২০:৫৪ Asia/Dhaka
  • একজন সক্রিয় শ্রোতা দৃষ্টিতে রেডিও তেহরানের কাছে প্রত্যাশা ও প্রাপ্তি

প্রিয় জনাব/জনাবা, পত্রের শুরুতেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সালাম নিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও মহান আল্লাহ তা'আলার অশেষ রহমতে ভালো আছি।

পৃথিবীর সবারই সাপ্তাহিক কিংবা মাসিক ছুটির দিন আছে কিন্তু বেতার কর্মীদের ও শ্রোতাদের কোনো ছুটির দিন নেই! অনুষ্ঠান তৈরি করা এবং ঠিকঠাক মত প্রচার করা একজন বেতার কর্মীর কাজ। আর সেই অনুষ্ঠান শোনা ও তার সাড়া দেওয়া একজন যোগ্য শ্রোতার দায়িত্ব ও কাজ বলে আমি মনে করি। একজন সক্রিয় শ্রোতা হিসেবে অনুষ্ঠানে ভালো-মন্দের সার্বিক দিক সম্পর্কে আমার খেয়াল থাকে। শ্রোতারা সব সময়ই সত্য, তরতাজা, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সময়োপযোগী তথ্যসমৃদ্ধ, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক ও মনোগ্রাহী ত্রুটিমুক্ত অনুষ্ঠান আশা করে। আর সে আশা ও চাহিদা আপনারা নিরবছিন্নভাবে পালন করে আসছেন। এই জন্য আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই-বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এবার আসা যাক আপনাদের প্রচারিত ও পরিবেশিত প্রাত্যহিক অনুষ্ঠান প্রসঙ্গে। প্রতিদিনে মত আজকেও (১০ ডিসেম্বর) আমি যথারীতি প্রিয় বেতারের প্রিয় অনুষ্ঠান গুলো অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনুষ্ঠান খুঁটিয়ে খুঁটিয়ে শুনে তার বিবরণ সংক্ষিপ্তাকারে নিম্নে তুলে ধরলাম।

অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত; নাসির মাহমুদ ভাইয়ের পরিবেশিত বিশ্ব সংবাদ, বিশ্ব সংবাদের মাঝে ঢাকা ও কলকাতার বিশেষ সংবাদ দাতার পাঠানো রিপোরিট দু'টি; সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বাবুল আখতার ভাইয়ের পাঠে গাজা উপত্যকায় দুই মাসব্যাপী ইহুদিবাদী ইসরাইলের তাণ্ডব চালানোর পর ফিলিস্তিনি পরিস্থিতির উপর পর্যালোচনাটি; ঢাকা থেকে বাদশা রহমানে পাঠানো বাংলাদেশে মানবাধিকার পালন সম্পর্কে রিপোর্ট; প্রাত্যহিক কথাবার্তা অনুষ্ঠানে গাজী আব্দুর রশিদ ভাইয়ের পরিবেশিত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক ই-পত্র পত্রিকার শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত আর ঢাকা থেকে জনাব সিরাজুল ইসলাম সাহেবের দু'টি খবরের বিশ্লেষণ শুনে চলমান বিশ্বের ঘটনা প্রবাহের খবরা-খবর জেনে আমার ভীষণ ভালো লেগেছে।

আজকে সাপ্তাহিক ধারাবাহিক "সোনালি সময়" নামক অনুষ্ঠানের ২৯তম পর্বে নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান আপার সুনিপুণ উপস্থাপনায় যুব সমাজের নীতি, নৈতিকতা ও যৌন সম্পর্ক বিষয়ক পশ্চিমা অপসংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা শুনে দারুণভাবে মুগ্ধ হয়েছি।

আজকের অনুষ্ঠানের শেষ আকর্ষণ সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান গাজী আব্দুর রশিদ ভাই ও আকতার জাহান আপার চমৎকার পরিবেশনায় হযরত ইমাম মাহদি (আ.) এর আগমন সম্পর্কে বিভিন্ন ধর্মের ত্রাণকর্তা আবির্ভাবের উপর আলোচনাটি শুনে বেশ ভালো লেগেছে।

উপরিক্ত সব তথ্যে ও তত্ত্বে ভরা শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, মন মাতানো নিখুঁত-নির্ভুল অনুষ্ঠানগুলো উপহার দেওয়ার জন্য বাংলা বিভাগের সকল কলাকৌশলীকে সাদর অভিনন্দন জানাচ্ছি।

আজ আর নয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই ইতি টানছি। পরবর্তী চিঠিতে আবারো কথা ইনশাল্লাহ।

 

আপনাদেরই গুণমুগ্ধ সিনিয়র শ্রোতাবন্ধু

 

মোখলেছুর রহমান

খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

 

ট্যাগ