'রেডিও তেহরান একটি চিকিৎসাকেন্দ্রও বটে'
https://parstoday.ir/bn/news/letter-i132664
প্রিয়জন, স্বাস্থ্যই সুখের মুল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো একটি সুস্থ শরীর। সুস্থ শরীরের মানুষকে আমরা অবশ্যই বড় নেয়ামতধারী বলতে পারি। কারণ একজন অসুস্থ মানুষের হাতে পৃথিবীর সমস্ত সম্পদ তুলে দিলেও সে সুখ অনুভব করতে পারবে না। এজন্য চাই সুস্থ্য শরীর বা সুস্থ্য জীবন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৬:৫৪ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান একটি চিকিৎসাকেন্দ্রও বটে'

প্রিয়জন, স্বাস্থ্যই সুখের মুল। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো একটি সুস্থ শরীর। সুস্থ শরীরের মানুষকে আমরা অবশ্যই বড় নেয়ামতধারী বলতে পারি। কারণ একজন অসুস্থ মানুষের হাতে পৃথিবীর সমস্ত সম্পদ তুলে দিলেও সে সুখ অনুভব করতে পারবে না। এজন্য চাই সুস্থ্য শরীর বা সুস্থ্য জীবন।

আমরা সাধারণত অসুস্থ হলে সুস্থ্যতার লক্ষ্যে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে বা চিকিৎসাকেন্দ্রে যাই। যাতে আমাদের শরীর ভালো থাকে। কিন্তু আমার প্রিয় গণমাধ্যম রেডিও তেহরানও একটি চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে। অন্য সবকিছুর পাশাপাশি রেডিও তেহরানের 'স্বাস্থ্যকথা' নামক পর্বটি শ্রোতাদের জন্য ভীষণ উপকারী হয়ে উঠেছে।

গত ২০ ডিসেম্বর স্বাস্থ্যকথার আসরে হার্টের ভাল্ব নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ জনাব ডা. প্রদীপ কুমার কর্মকার স্যারের আলোচনা ও উত্তরগুলো দারুণ ভালো লেগেছে। এজন্য ডাক্তার মহোদয়কে ও রেডিও তেহরান কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। এভাবে আগামীতে ডায়াবেটিস বিশেষজ্ঞের ধারাবাহিক আলোচনার আয়োজন শুনতে চাই।

 

মা'আসসালাম,

মোঃ আজিনুর রহমান (লিমন)

সহ-সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ,

গ্রামঃ মিয়া পাড়া, ডাকঃ চাপানী হাট,

উপজেলাঃ ডিমলা, জেলাঃ নীলফামারী, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।