শ্রোতাদের মতামত
''রেডিও তেহরানের 'কথাবার্তা' শ্রোতাদের নিত্যদিনের ঘরের পত্রিকা''
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান মানেই অন্য কিছু। যার বর্ণনা শেষ করার মত নয়। আজ লিখতে বসেছি 'কথা-বার্তা'র আসর নিয়ে।
রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠানটি আমাদের জন্য পরম পাওয়া একটি অনুষ্ঠান। জাতীয় পত্রিকার শিরোনাম ও বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিংবা শ্রোতাদের জন্য বেশ আনন্দের একটি অনুষ্ঠান। কারণ গ্রাম কিংবা প্রত্যান্ত অঞ্চলে জাতীয় পত্রিকা কোনভাবেই পাওয়া যায় না। যদিও দু'একটি পত্রিকা উপজেলা পর্যায়ে পাওয়া যায় তাও বাসি পত্রিকা। কিন্তু গ্রামগুলোতে পৌঁছানোর কোনো অবস্থাই নেই। এমন অবস্থায় রেডিও তেহরান শ্রোতাদের নিত্য দিনের ঘরের পত্রিকা।
কথাবার্তা আসরের মাধ্যমে দেশের জাতীয় পত্রিকাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। এছাড়াও আন্তর্জাতিক সংবাদের বিশ্লেষণ এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। এতে দেশ ও বিশ্ব সম্পর্কে পূর্ণাঙ্গ সংবাদ আমাদের আয়ত্বে চলে আসছে। যা আমাদের মনকে পরিপূর্ণ করে তুলছে। তাই কথাবার্তার এই আসর আমার কাছে ভীষণ ভালো লাগছে। এজন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে স্যালুট জানাই। স্যালুট জানাই রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে।
প্রেরক,
মোঃ আজিনুর রহমান লিমন,
সহকারি শিক্ষক, আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদরাসা,
সহ-সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ,
মিয়া পাড়া, চাপানী হাট,
ডিমলা, নীলফামারী।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬