'অনুষ্ঠানের মানই আমাকে রেডিও তেহরান শুনতে বাধ্য করে'
(last modified Sat, 20 Jan 2024 13:21:05 GMT )
জানুয়ারি ২০, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • 'অনুষ্ঠানের মানই আমাকে রেডিও তেহরান শুনতে বাধ্য করে'

সুপ্রিয় মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সবচেয়ে প্রিয় রেডিও তেহরানের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পত্র লেখা। আশা করি যে যেখানে আছেন সকলেই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন।

আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। আমার প্রাত্যহিক কাজের রুটিনের শীর্ষে এখন অবস্থান করছে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা। আমার শুধু নেশার খাতিরে রেডিও তেহরান শোনা নয়, বরং এ বেতারের অনুষ্ঠানের মানই আমাকে অনুষ্ঠান শুনতে বাধ্য করে। আমার প্রতিদিনের সন্ধ্যা মানেই রেডিও তেহরান। আর ক্ষুদে শ্রোতা মারুফ সে তো সারাদিনই ঘুরে ফিরে জিজ্ঞাসা করেছে, রেডিও তেহরান কখন শুরু হবে? কারণ রেডিও তেহরানের অনুষ্ঠান তাকে শোনাতেই হবে। নেট সমস্যার কারণে কোনদিন রেডিও তেহরান শুনতে না পারলে সে খুব মন খারাপ করে। রেডিও তেহরানের অনুষ্ঠান সূচি তার মুখস্থ। সকলেই মারুফের জন্য দোয়া করবেন। 

রেডিও তেহরানের প্রাত্যহিক অনুষ্ঠানমালার একটি অন্যতম অনুষ্ঠান হল 'কুরআনের আলো' যা প্রতি বুধবার প্রচারিত হয়। সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত, বাংলা তরজমা এবং তাফসির শ্রোতাদের মনকে আকৃষ্ট করে। এই অনুষ্ঠানটি শুনলে শ্রোতাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তি সাধিত হয়। কারণ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখ নিঃসৃত বাণী বা হাদিসের মাধ্যমে জানতে পারি -কুরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় তেমনি শ্রবণ করলেও সওয়াব পাওয়া যায়। আর এ সওয়াব পরকালীন মুক্তি লাভের অন্যতম বাহন। শ্রোতাগণ যখন অনুষ্ঠানটি শুনে তখন বিপুল পরিমাণ সওয়াবের ভাগিদার হয়। যত শ্রোতা এ অনুষ্ঠানটি শুনে ততো শ্রোতাই আত্মিকভাবে উপকৃত হয়। সেই সাথে উপকৃত হয় বেতার কর্তৃপক্ষও।

নিঃসন্দেহে কুরআনের আলো অনুষ্ঠানটি একটি আদর্শ, জনকল্যাণমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান। কুরআনের আলো অনুষ্ঠানটির মাধ্যমে জাতি, ধর্ম,  বর্ণ নির্বিশেষে সকল  শ্রোতা কুরআনের সংস্পর্শে আসার পরম সৌভাগ্য ও সুযোগ লাভ করে। এদিক থেকে বলা যেতে পারে রেডিও তেহরানের সকল শ্রোতাই সৌভাগ্যবান। 

কুরআনের আলো অনুষ্ঠানটিতে প্রতিদিনই কোন না কোন সূরার তরজমা ও তাফসির নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে আলোচনার মাধ্যমে  তুলে ধরা হয় প্রাসঙ্গিক ঘটনাবলী। যে তাফসির ও ঘটনাবলী শ্রবণের  মাধ্যমে শ্রোতাগণ কুরআন সম্পর্কে অভূতপূর্ব শিক্ষা লাভ করে এবং নিজের ইসলামী জ্ঞানের ভাণ্ডারকে  সমৃদ্ধ করতে পারে। এই কুরআনের আলো অনুষ্ঠানটির মাধ্যমে সকল ধর্মের শ্রোতারা ইসলামী ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারে। এটা রেডিও তেহরানের মহা সাফল্য। 

আমি নিজেই রেডিও তেহরান থেকে প্রচারিত কুরআনের আলো অনুষ্ঠানটির একজন নিয়মিত শ্রোতা। আমি কোনো দিনের জন্য এই অনুষ্ঠানটি শোনা বাদ দেই না, কারণ এ অনুষ্ঠানটি  থেকে আমি অনেক উপকৃত হই। কুরআন সম্পর্কে অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি এবং জ্ঞানলাভ করতে পারি।  তাই আসুন রেডিও তেহরান থেকে প্রচারিত কুরআনের আলো অনুষ্ঠানটি শুনি এবং কুরআনের আলোয় আলোকিত হই। 

কুরআনের আলো অনুষ্ঠানে কুরআনের কোন অংশকে বাদ না দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ কোরআনের তাফসির করার জন্য আবেদন জানাচ্ছি। 

 

প্রেরক

ডক্টর মো: মোস্তাফিজুর রহমান

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ  

পূর্ব গোয়ালু, বুড়িরহাট ফার্ম, রংপুর সিটি, রংপুর। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ