রেডিও তেহরানের একদিনের পুরো অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i134888-রেডিও_তেহরানের_একদিনের_পুরো_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
সম্মানীয় জনাব/জনাবা, বৃষ্টিস্নাত বসন্তের দুপুরের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নিয়ে মতামত।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka
  • রেডিও তেহরানের একদিনের পুরো অনুষ্ঠান সম্পর্কে মতামত

সম্মানীয় জনাব/জনাবা, বৃষ্টিস্নাত বসন্তের দুপুরের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান নিয়ে মতামত।

আজও (২১ ফেব্রুয়ারি) প্রতিদিনকার মতো পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা দিয়ে অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠান পরিচিতি শেষে শুনলাম সোহেল আহমেদের পরিবেশনায় গুরুত্বপূর্ণ, বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ, ঢাকার রিপোর্টে খৎনা করতে গিয়ে শিশু মৃত্যু খবর, কলকাতার প্রতিনিধির রিপোর্টে পাঞ্জাবী পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' সম্বোধন করায় বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ।   

এর পর শুরু হলো সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এই অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রচারিত হয়। প্রথমটি গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দাসূচক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান। দ্বিতীয়টি বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির ভাষা দিবস পালনের উপর ভাষ্য পরিবেশিত হয়।

সাপ্তাহিক স্বাস্থ্যকথা অনুষ্ঠানে পাইলস বা অর্শ রোগ নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামানের সাক্ষাৎকারভিত্তিক আলোচনাটির দ্বিতীয় পর্ব পরিবেশিত হয়। অনুষ্ঠানটি থেকে অনেকেই উপকৃত হবেন বলে মনে হয়।

দুই বাংলার জনপ্রিয় দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ থেকে সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয় কথাবার্তা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিও আকর্ষণীয়।

সবশেষে সাপ্তাহিক কুরআনের আলো অনুষ্ঠানে তাফসির বিষয়ক অনুষ্ঠানে শুনলাম মুজাম্মিলের ১-৫ নং আয়াতের তেলাওয়াত ও তর্জমা। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনতে কোন অসুবিধা হয়নি।

সকলে ভালো থাকবেন। নমষ্কার।

 

তপতী সরকার

হটুদেওয়ান নাগেরপাড়া, ডাক-বর্ধমান,

জেলা-পূর্ব বর্ধমান-৭১৩১০১, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫