রেডিও তেহরানের কুরআন তেলাওয়াত শোনার জন্য অপেক্ষার প্রহর গুনি 
https://parstoday.ir/bn/news/letter-i134924-রেডিও_তেহরানের_কুরআন_তেলাওয়াত_শোনার_জন্য_অপেক্ষার_প্রহর_গুনি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা নয়, ১০০ পারসেন্ট বিশ্বাস করছি আল্লাহর মেহেরবানীতে সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের কুরআন তেলাওয়াত শোনার জন্য অপেক্ষার প্রহর গুনি 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা নয়, ১০০ পারসেন্ট বিশ্বাস করছি আল্লাহর মেহেরবানীতে সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি।

পরকথা হলো- দেশ ও বিদেশ অঙ্গনে বাংলা বেতারের সংখ্যা অনেক। যেগুলো আমাদের জীবন চলার পথে অনেক দিক নির্দেশনা প্রদান করে থাকে। অনেক বেতার নান্দনিক অনুষ্ঠান প্রচার করে জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করে। কিন্তু আল্লাহ প্রদত্ত মানব জীবনকে দুনিয়ার রঙে নয়, আল্লাহর রঙে রঙিন করার প্রয়াসে নেমে পড়তে হবে। সেই প্রয়াসে জীবন পরিচালনার নির্দেশনামূলক অন্যতম একটি বেতারের নাম রেডিও তেহরান। রেডিও তেরানের অনুষ্ঠান মানে পবিত্র কুরআনুল কারিমের দিক নির্দেশনা। বিশ্ব যখন দিন দিন অন্ধকারাচ্ছন্নে পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছে, তখন রেডিও তেহরান তাদের প্রচারণা দিয়ে বিশ্বকে কুরআনের আলোয় আলোকিত করার প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব গণমাধ্যমগুলো মিথ্যা সংবাদে ভরপুর হলেও রেডিও তেহরান বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনে সর্বদাই অটুট। বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে রেডিও তেহরানের সংবাদ ছিল একেবারেই বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য। এছাড়াও গাজা ফিলিস্তিনের সঠিক সংবাদের একমাত্র বাহন হলো রেডিও তেহরান। সঠিক সংবাদ নিশ্চিত করার জন্যই অনেক মানুষ রেডিও তেহরানেই কান পাতে। যা অটুট থাকলে সকল মানুষের একমাত্র পছন্দের গণমাধ্যম হবে রেডিও তেহরান।

এছাড়াও রেডিও তেহরানের প্রারম্ভিক কুরআন তেলওয়াতে মুগ্ধ হই। যা শোনার জন্য অপেক্ষার প্রহর গুনি। যা শুনে হৃদয় বিমোহিত হয়। অসাধারণ এই তেলওয়াত শুনতেই রেডিও তেহরানকে মিছ করি না। রেডিও তেহরানের সাথে আছি। সবসময় সাথে থাকব ইনশাআল্লাহ। 

 

প্রেরক, 

মোঃ আজিনুর রহমান লিমন

সহকারি শিক্ষক, আকাশকুড়ি মুন্সিপাড়া দাখিল মাদরাসা,

সহ-সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ,

মিয়া পাড়া, চাপানী হাট, ডিমলা, নীলফামারী।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬