শ্রোতাদের মতামত
'শিশুদের রমজান ভাবনা' শীর্ষক রংধনু আসরটি আমার মন কেড়েছে
আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল ইবাদতের বসন্ত পবিত্র মাসে রমজানের অগ্রিম মোবারকবাদ ও অকৃত্রিম শুভেচ্ছা।
বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারো হাজির হতে চলেছে পবিত্র মাহে রমজান। এ মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাঁর সৃষ্টির জন্য আসমান থেকে রহমত-বরকতের অবিরল ধারা বর্ষিত হতে থাকে। এ মাসটিতে রয়েছে মুমিনদের জন্য রোজার মতো মহানিয়ামতপূর্ণ ইবাদত।
এমন একটি গুরুত্বপূর্ণ এ মাসের আগমন উপলক্ষে রংধনু অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব উপভোগ করলাম গত ৭ই মার্চ ২০২৪ তারিখের সান্ধ্য অধিবেশনে।
শিশু-কিশোরদের নিয়ে জমজমাট এ আসরে অংশ নিয়েছিল বাংলাদেশের সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাবাসসুম করিম, ঢাকা থেকে কাজী রাইয়্যান বিন হাসান ও ভারতের পশ্চিমবঙ্গের আফিয়া আনতারা।
বরাবরের মতই চমৎকার এই অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন গাজী আব্দুর রহমান ভাই ও আক্তার জাহান আপা আর অত্যন্ত যত্নের সাথে অনুষ্ঠানটির প্রস্তুত করেছেন আমাদের প্রিয় ভাই আশরাফুর রহমান।
অত্যন্ত সময় উপযোগী, চমৎকার, উপভোগ্য ও তথ্য সমৃদ্ধ অনুষ্ঠানটি আমার মন কেড়ে নিয়েছিল। এমন সুন্দর একটি পরিবেশনা ছোটদের সাথে সাথে বড়দের জন্যেও সমান উপযোগী বলে মনে করি।
পবিত্র মাসে রমজানের আগমনী শুভেচ্ছা জানিয়ে এখানেই ইতি টানছি।
শুভেচ্ছান্তে,
এস এম নাজিম উদ্দিন
মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯