'ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান ছিল উপভোগ্য'
https://parstoday.ir/bn/news/letter-i91616-'ঈদুল_ফিতর_উপলক্ষে_রেডিও_তেহরানের_বিশেষ_অনুষ্ঠান_ছিল_উপভোগ্য'
প্রিয় মহোদয়, ঈদ মুবারক। আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান 'ঈদের খুশি'র প্রথম দিনের অনুষ্ঠান উপভোগ করলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৪, ২০২১ ১৭:১৫ Asia/Dhaka
  • 'ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান ছিল উপভোগ্য'

প্রিয় মহোদয়, ঈদ মুবারক। আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান 'ঈদের খুশি'র প্রথম দিনের অনুষ্ঠান উপভোগ করলাম।

শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইয়ের তৈরিকৃত অনুষ্ঠানটি নাসির মাহমুদ ভাই ও আক্তার জাহান আপার উচ্চারণে বেশ মনোমুগ্ধকর ছিল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ' গানের রেশ ধরে নির্মিত হওয়ায় অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শাওয়ালের নতুন চাঁদ উঠার সাথে সাথে শুরু হয়ে যায় এই অনাবিল আনন্দ। ঈদুল ফিতর হচ্ছে আল্লাহর পক্ষ হতে রোজাদারদের পুরস্কার প্রাপ্তির দিন। কার মহান আল্লাহ এ দিন রোজাদারদের সিয়াম সাধনার পুরস্কার দিয়ে থাকেন।

শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ নিয়ে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাসিমা বেগম ঝুনু'র সাক্ষাৎকারে পূর্বের ও বর্তমানের ঈদ আয়োজনের এক বাস্তব চিত্র ফুটে উঠেছিল। ঈদ নিয়ে তার স্মৃতি রোমন্থন আমায় আবেগে আপ্লূত করেছে।
পরিশেষে বলব- মুসলিম উম্মাহ'র প্রকৃত ঈদ সেদিন হবে যেদিন সকল নির্যাতিত মুসলিমরা তাদের প্রকৃত হক ফিরে পাবে এবং সকলে নিরাপদে ঈদ পালন করতে পারবে।

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পরিবেশনার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ। সকলে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ পালন করব- এই আহ্বানে আজকের মতো ইতি টানছি। আবারো ঈদ মুবারক।



শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।