‘রেডিও তেহরান তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে’
https://parstoday.ir/bn/news/letter-i95610-রেডিও_তেহরান_তরুণ_সমাজকে_ধ্বংসের_হাত_থেকে_রক্ষা_করছে’
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক এবং ওয়েবসাইটের পাঠক। রেডিও তেহরান নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে অনন্য একটি আন্তর্জাতিক গণমাধ্যম। যতশুনি ততই মুগ্ধ হই।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
আগস্ট ০৭, ২০২১ ১২:১১ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে’

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক এবং ওয়েবসাইটের পাঠক। রেডিও তেহরান নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে অনন্য একটি আন্তর্জাতিক গণমাধ্যম। যতশুনি ততই মুগ্ধ হই।

আমি সকালের একঘণ্টা প্রাতঃভ্রমণের সময় পার্সটুডের আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনি। হাঁটতে হাঁটতে কখন যে রেডিও তেহরানের অনুষ্ঠান শেষ হয়, তা টের-ই পাই না। শিশু-কিশোরদের জন্য রংধনু, কুরআনের আলো, মহান আল্লাহর বিভিন্ন নাম নিয়ে অনুষ্ঠান আসমাউল হুসনা, আদর্শ মানুষ গড়ার কৌশল, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আদর্শ জীবনযাপন ইত্যাদি প্রত্যেক অনুষ্ঠান অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, মানবিক, বাস্তবভিত্তিক, নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ এবং বাস্তব জীবনে অনুকরণীয় ও অনুসরণীয়।

অনুষ্ঠানের পরতে পরতে কোরআন ও হাদিসের রেফারেন্স থাকে, যা সত্যিই অনন্য ও মনোমুগ্ধকর। পাশ্চাত্য গণমাধ্যম যেখানে বিবাহ বহির্ভূত লিভ টুগেদার, খোলামেলা পোশাকের নামে নারী অধিকার, বেপরোয়া জীবন যাপনকে স্বাধীনতা, নেশা জাতীয় হারাম বস্তুর পক্ষে সোচ্চার, সেখানে রেডিও তেহরান উপরোক্ত অনুষ্ঠান প্রচার করে তরুণ সমাজকে প্রত্যেকটি বিষয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে, ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আমার বিশ্বাস এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আমাদের ব্যক্তিগত চরিত্র, পারিবারিক ও সামাজিক জীবনের নৈতিক মূল্যবোধের বিকাশ ও প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

তাছাড়া, রেডিও তেহরান শুধু মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বই করে না, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মজলুম জনতার কথাও তুলে ধরে। পাশ্চাত্য ষড়যন্ত্র উপেক্ষা করে রেডিও তেহরান শ্রোতা ও পাঠকদের মাঝে আলোকবর্তিকা হিসেবে অনন্য হয়ে থাকুক অনন্তকাল, সে দোয়া ও প্রত্যাশা করি।

 

বিনীত

মো. জিল্লুর রহমান

ব্যাংকার ও মুক্তমনা কলামিস্ট

সতিশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।