সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৪:৪৩ Asia/Dhaka
  • সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি
    সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি

ইরানে নিযুক্ত নয়া সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি বলেছেন, তার দেশ তেহরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর।দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। আনজি বলেন, বাণিজ্য, অর্থনীতি ও পুঁজি বিনিয়োগসহ সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী করতে হবে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, দু’দেশের মধ্যে পুনঃস্থাপিত সম্পর্ককে যৌথ স্বার্থ, পারস্পরিক সম্মানবোধ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেহরানের চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে ওই সাক্ষাৎকার দেন আনজি। তিনি তেহরান-রিয়াদ সম্পর্ক পুনঃস্থাপনে বেইজিং এর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে ২০১৬ সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়। ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াদে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনস্যুলেট চালু করে।

এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস ও মাশহাদ শহরে তার কনস্যুলেট উদ্বোধন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত আগস্ট মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ‘খোলামেলা ও ফলপ্রসূ’ আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ