ডিসেম্বর ০৭, ২০২৩ ০৯:৩৫ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ইহুদিবাদী ইসরাইল নেই বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (বুধবার) ইরানের পরররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক কিংবা সামরিক কোনো দিক দিয়েই দখলদার ইসরাইল একটি দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই।  

জেনারেল সালামি বলেন, হামাসসহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরাইলের শতকরা ৩০ ভাগ মানুষ তাদের চাকুরি হারিয়েছে এবং এ যুদ্ধে ইসরাইলকে প্রতিদিন প্রায় ২৬ কোটি ডলার ব্যয় করতে হচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত স্বার্থে যুদ্ধকে চালিয়ে নিয়ে যাচ্ছে- উল্লেখ করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, প্রতিরোধ যোদ্ধাদের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান মোকাবিলায় তেল আবিব অপমানজনক ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো তাদের সক্ষমতার খুব কম অংশই কাজে লাগিয়েছে বলে তিনি প্রত্যয় জানান। জেনারেল সালামি বলেন, অবৈধ দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে আল-আকসা তুফান নামক বড় ধরনের আকস্মিক অভিযান চালায়। নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে দখলদার ইসরাইলের ৭৫ বছরের গণহত্যা ও নির্যাতনের প্রতিশোধ নিতে ওই অভিযান চালানো হয়।

এর জবাবে ৭ অক্টোবর থেকেই গাজা উপত্যকার ওপর অবিরাম বোমাবর্ষণ শুরু করে তেলআবিব। সেইসঙ্গে ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। দখলদার সন্ত্রাসী বাহিনীর হামলায় এ পর্যন্ত গাজার ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ