পশ্চিম গ্যালিলিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/religion-i143150-পশ্চিম_গ্যালিলিতে_ব্যাপকভাবে_রকেট_হামলা_চালিয়েছে_হিজবুল্লাহ
ইহুদিবাদী ইসরাইলের পশ্চিম গ্যালিলি এলাকায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দলন হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৯, ২০২৪ ১২:৫১ Asia/Dhaka
  • পশ্চিম গ্যালিলিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের পশ্চিম গ্যালিলি এলাকায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দলন হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (সোমবার) জানিয়েছে, পশ্চিম গ্যালিলির কয়েকটি ইহুদি বসতি এবং সামরিক ঘাঁটিতে অন্তত ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহ আগেই উত্তর ইসরাইলের অন্তত ২৪টি অবৈধ ইহুদি বসতি থেকে লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। 

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা নাহারিয়া এবং পশ্চিম গ্যালিলির ওপর ৩০টির বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বোঝাই রকেট দিয়ে হামলা চালিয়েছে।

এদিকে, উত্তর ইসরাইলের ২৪টি বসতি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলে যাওয়ার বিষয়ে হিজবুল্লাহর নির্দেশের পর নেতানিয়াহুর সরকার আরো বেশি চাপে পড়েছে। গত বছরের ৭ অক্টোবর চলমান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উত্তর ইসরাইল থেকে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী চলে গেছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহুর সরকার। এরমধ্যে হিজবুল্লাহ আবার নতুন করে ২৪টি বসতি খালি করার নির্দেশ দিয়েছে। এতে ওই এলাকায় মারাত্মক ভীতি সৃষ্টি হয়েছে এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নেতানিয়াহু সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।