'হযরত জয়নাব (সা. আ.)-এর মতো আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা'  
https://parstoday.ir/bn/news/religion_islam-i101322-'হযরত_জয়নাব_(সা._আ.)_এর_মতো_আমাদের_উচিত_অন্যায়ের_প্রতিবাদ_করা'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে হযরত জয়নাব (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাটি খুব ভালো লেগেছে। এমন চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২১ ১৫:০০ Asia/Dhaka
  • 'হযরত জয়নাব (সা. আ.)-এর মতো আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা'  

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে হযরত জয়নাব (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাটি খুব ভালো লেগেছে। এমন চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

৬ষ্ঠ হিজরী। ৫ জমাদিউল আউয়াল। হযরত আলী (আ.) ও হযরত ফাতেমা (সা.) এর ঘর আলো করে এলো তাদের তৃতীয় সন্তান। তিনিই হলেন আমাদের প্রিয় হযরত জয়নাব (সা. আ.)। তিনি শুধু হযরত আলী (আ.) ও হযরত ফাতেমা (সা.) এর ঘরই আলোকিত করেননি, আলোকিত করেছেন সারা দুনিয়াকে। তিনি আলোকিত করেছেন মুসলিম জাহানের সকল নারীকে। তাই তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান প্রকারন্তরে ইসলামের সেবাই করেছে।

হযরত জয়নাব (সা.আ.) এর জন্মের সময় তাঁর নানা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সফরে ছিলেন। তিনি সফর থেকে ফিরে এসে তাঁর নাম রাখেন জয়নাব। মহানবী (সা.) বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কন্যার নাম রাখো জয়নাব অর্থাৎ বাবার অলংকার।” তিনি আরো বলেন, “এই মেয়েটিকে সম্মান করবে, কেননা সে-ও খাদিজার মতো।” এ থেকে সহজেই হযরত জয়নাব (সা.আ.) এর সম্মান ও মর্যাদা সম্পর্কে অনুধাবন করা যায়।

ইসলামের এক চরম দুঃসময়ে হযরত জয়নাব (সা.আ.)-এর সাহসিকতা, বুদ্ধিমত্তা, মেধা, ধৈর্য্য ও প্রজ্ঞা আহলে বাইতের সদস্যদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করেছে। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে হযরত জয়নাব (সা.আ.)-এর ভূমিকা আজো জ্বলজ্বল করছে। সেজন্য তাঁকে সালাম জানাই।

পরিশেষে অনুষ্ঠানের সাথে সহমত পোষণ করে বলতে চাই যে, হযরত জয়নাব (সা. আ.) এর শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে সাহস সঞ্চয় করা। নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিয়ে নির্বিঘ্নে আল্লাহর পথে সংগ্রাম করা।

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

(অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)

২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।