সম্মিলিত কণ্ঠে 'আসমাউল হুসনা' পাঠ করল 'মুহাম্মদ রাসূলুল্লাহ আন্তর্জাতিক গোষ্ঠী'
https://parstoday.ir/bn/news/religion_islam-i122088-সম্মিলিত_কণ্ঠে_'আসমাউল_হুসনা'_পাঠ_করল_'মুহাম্মদ_রাসূলুল্লাহ_আন্তর্জাতিক_গোষ্ঠী'
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে গতকাল (সোমবার) মহান আল্লাহর গুণবাচক নামসমুহ বা আসমাউল হুসনা পাঠ করেছেন 'মুহাম্মদ রাসূলুল্লাহ আন্তর্জাতিক তাভাশিহ গোষ্ঠী'র সদস্যরা। তাদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত 'আসমাউল হুসনা' বিচারক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।   
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ০৯:৫৬ Asia/Dhaka

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে গতকাল (সোমবার) মহান আল্লাহর গুণবাচক নামসমুহ বা আসমাউল হুসনা পাঠ করেছেন 'মুহাম্মদ রাসূলুল্লাহ আন্তর্জাতিক তাভাশিহ গোষ্ঠী'র সদস্যরা। তাদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত 'আসমাউল হুসনা' বিচারক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।   

মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক। একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।

মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক। একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।

মহান আল্লাহর সুন্দর নামগুলোর অর্থের অতল গভীরতা পুরোপুরি উপলব্ধি করা কল্পনাতীত। তবুও এই অসীম জ্ঞান-সিন্ধুর বিন্দু বিন্দু জ্ঞানও আমাদের হৃদয়গুলোকে উজ্জ্বল এবং জীবনে বিপ্লব বয়ে আনার জন্য যথেষ্ট।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮