ডিসেম্বর ১৮, ২০২১ ১১:২৭
মহাশয়, কথাই বলে স্বাস্থ্যই সম্পদ। ভারতীয় সংস্কৃত শাস্ত্রে বলে ‘শরীরম্ অদ্যম আলু’- দেহ হবে সুস্থ, সবল। শরীর যদি হয় রুগ্ন তাহলে পৃথিবীর রূপ রস গন্ধ কর সবই হয়ে যায় বিবর্ণ বিস্বাদ। কোনো যন্ত্রকে সচল রাখতে তার প্রতি আমাদের যত্নবান হতে হয়, মানব শরীর ও ও যন্ত্রস্বরূপ। তাই তাকে সুস্থ ও সচল রাখতে আমাদেরও হতে হবে বিশেষ যত্নবান।