শ্রোতাদের মতামত
‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনাটি ছিল খুবই জরুরি ও উপভোগ্য’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি, সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ নভেম্বর বুধবারে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও কুরআনের আলো। প্রচারিত সবগুলো অনুষ্ঠান ভালো লাগলেও বিশেষ মনোযোগ দিয়ে শুনেছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা। এতে আলোচনা করা হয় ব্লাড ক্যান্সার নিয়ে, যা আমাদের জানা খুবই জরুরি।
উল্লেখ্য যে, উক্ত স্বাস্থ্যকথা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন গাজী আব্দর রশিদ ভাই এবং অতিথি ছিলেন রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান। উপস্থাপক ও অতিথির সাবলীল আলোচনায় অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই উপভোগ্য ছিল।
ক্যান্সার বর্তমান বিশ্বে একটি ভয়াবহ রোগ। বহু রকমের ক্যান্সার রয়েছে এবং আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতিও রয়েছে। এই রোগে মৃত্যুহারও বেশি। এসব তথ্য ছাড়াও আজ জানতে পারলাম ব্লাড ক্যান্সারের লক্ষণ সমূহ। যেমন- চামড়ার নিচে টিউমারের মতো দেখা দিতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ফুসফুসে ইনফেকশন হয় শ্বাসকষ্ট হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে প্রভৃতি। এসব তথ্য আমাদের খুবই উপকারে আসবে। এখন আমরা এসব লক্ষণ দেখে বুঝতে পারব কারো ব্লাড ক্যান্সার হল কিনা। সুন্দর আলোচনাটির জন্য ধন্যবাদ জানাই।
অনুষ্ঠান থেকে আরো জানতে পারলাম, ব্লাড ক্যান্সার রোগ কিভাবে নির্ণয় করা যাবে এবং চিকিৎসা পদ্ধতি কীরূপ হবে। রক্তের প্রাথমিক পরীক্ষা বা সিবিসি পরীক্ষার পর আর কী পরীক্ষা করাতে হবে তাও বলা হয়। বোনমেরু পরীক্ষার মাধ্যমে জানা যায় কোন ধরনের ব্লাড ক্যান্সার হয়েছে। এছাড়া এসব রোগের চিকিৎসা কিভাবে কোথা থেকে করতে হয় তাও জানতে পারলাম।
নিয়মিত রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান শুনছি, ঘরে বসে ডাক্তারের পরামর্শ পাচ্ছি। আবারো ধন্যবাদ জানাই রেডিও তেহরানের সবাইকে।
শুভেচ্ছান্তে,
মোঃ সাগর মিয়া
সাংগঠনিক সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
সভাপতি, সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব
গ্রাম ও ডাকঘর: সাদির চর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।