Pars Today
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কাদরুহি বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে নয় হাজার ৬১ জনে পৌঁছেছে। এর মধ্যে শিশুর সংখ্যা তিন হাজার ৭৬০। এছাড়া আহত হয়েছেন ২৩ হাজার।
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে অবস্থিত ২০টি হাসপাতাল খালি করে ফেলার নির্দেশ দিয়েছে মানবতার শত্রু ইসরাইল। ইহুদিবাদী সেনাদের নির্বিচার বোমাবর্ষণে আহত হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতে যখন এসব হাসপাতাল হিমশিম খাচ্ছে তখন ইসরাইল এ নির্দেশ দিল।
আসসালামু আলাইকুম, পত্রের প্রথমেই ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজায় আল-আহলি আরব হাসপাতালে ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়ে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে তার তীব্র নিন্দা জানাই। সকল শহীদ পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাই।