• খাজা গরীব নওয়াজ দরগাহকে মন্দির বলে দাবি ‘মহারানা প্রতাপ সেনা’র

    খাজা গরীব নওয়াজ দরগাহকে মন্দির বলে দাবি ‘মহারানা প্রতাপ সেনা’র

    মে ২৬, ২০২২ ১৯:০৮

    ভারতের রাজস্থানের আজমীরে হযরত খাজা গরীব নওয়াজ দরগাহকে এবার প্রাচীন হিন্দু মন্দির বলে দাবি করেছে ‘মহারানা প্রতাপ সেনা’। সংগঠনটি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কেন্দ্রীয় সরকার এবং অন্যদেরকে একটি চিঠি লিখে ওই বিষয়ে তদন্ত করতে বলেছে।