ইয়েমেনে সৌদি জোট ও আল-কায়েদা সন্ত্রাসীরা মিত্র হিসেবে কাজ করছে
https://parstoday.ir/bn/news/west_asia-i100024-ইয়েমেনে_সৌদি_জোট_ও_আল_কায়েদা_সন্ত্রাসীরা_মিত্র_হিসেবে_কাজ_করছে
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার বলেছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এবং আল কায়েদা সন্ত্রাসীরা মিত্র হিসেবে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ন্যাশনাল সালভেশন সরকারের কারাবন্দি বিষয়ক কমিটির প্রধান আব্দুল কাদির আল-মুর্তাজা এ বক্তব্য দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১৫, ২০২১ ১৪:৩৭ Asia/Dhaka
  • আবদুল কাদির আল-মোর্তাজা
    আবদুল কাদির আল-মোর্তাজা

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার বলেছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এবং আল কায়েদা সন্ত্রাসীরা মিত্র হিসেবে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ন্যাশনাল সালভেশন সরকারের কারাবন্দি বিষয়ক কমিটির প্রধান আব্দুল কাদির আল-মুর্তাজা এ বক্তব্য দিয়েছেন।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদাতে যে ১০ বন্দীকে হত্যা করা হয়েছে সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। আব্দুল কাদের বলেন, সৌদি জোট সমর্থিত উগ্রবাদী সন্ত্রাসীরা যেসব কারাবন্দীকে হত্যা করেছে তারা সবাই ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের সদস্য।

ইয়েমেনে তৎপর আল-কায়েদা সন্ত্রাসীরা সৌদি জোটের মিত্র হিসেবে কাজ করছে

আব্দুল কাদির আল-মুর্তাজা জানান, ইয়েমেনের সেনা এবং আনসারুল্লাহ যোদ্ধাদের হত্যা করার পর তাদের মৃতদেহ ছিন্নভিন্ন করা হয়েছে। নিহত বন্দীদের পাঁচজন হুদাইদা প্রদেশের এবং বাকি পাঁচজন হাজ্জা ও আলমাহবিত প্রদেশের। প্রদেশ দুটি হুদাইদা উত্তরে অবস্থিত।

রোববার ইয়েমেনের ‌এসব বন্দিকে হত্যার একদিন আগে দেশটিতে তৎপর আল-কায়েদার নেতা বলেছিলেন, ইয়েমেনের বেশকয়েকটি ফ্রন্টে তারা সৌদি জোটের মিত্র হিসেবে কাজ করছে। এ প্রসঙ্গ ধরেই আব্দুল কাদির মুর্তাজা বলেন, আল-কায়েদা নেতার বক্তব্য তাদের কর্মকাণ্ডের দ্বারা প্রমাণিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫