ফিলিস্তিনি পুলিশের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত; নিন্দা জানাল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i101584-ফিলিস্তিনি_পুলিশের_গুলিতে_ফিলিস্তিনি_যুবক_নিহত_নিন্দা_জানাল_হামাস
ফিলিস্তিনি জনগণের ওপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার যে দমনপীড়ন চালাচ্ছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদে ইসলামি। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মুক্তিপ্রাপ্ত বন্দিদের পাশাপাশি সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে যে নিপীড়নমূলক আচরণ করছে তা বন্ধ করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২১ ১১:৫৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনি পুলিশের গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত; নিন্দা জানাল হামাস

ফিলিস্তিনি জনগণের ওপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার যে দমনপীড়ন চালাচ্ছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদে ইসলামি। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মুক্তিপ্রাপ্ত বন্দিদের পাশাপাশি সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে যে নিপীড়নমূলক আচরণ করছে তা বন্ধ করতে হবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি যুবক নিহত হওয়ার পর এ বিবৃতি প্রকাশ করা হলো।

যৌথ বিবৃতিতে ‘আমির খালেদ আল-লাদাওয়ি’র শাহাদাতের নিন্দা জানিয়ে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে স্বশাসিত সরকার ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যে দমন অভিযান চালাচ্ছে সে ব্যাপারে নীরব থাকা যায় না।

বিবৃতিতে বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকার এমন সময় এসব নিপীড়ন চালাচ্ছে যখন ফিলিস্তিনি জনগণ ইসরাইলের অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

আমির খালেদ আল-লাদাওয়ি

হামাস ও ইসলামি জিহাদের বিবৃতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের স্বশাসিত সরকারের শত চেষ্টা সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলন বন্ধ হবে না বরং গোটা ফিলিস্তিন ইহুদিবাদীদের দখলমুক্ত না হওয়া পর্যন্ত স্বাধীকার আন্দোলন চলবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) জর্দান নদীর পশ্চিম তীরে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর গুলিতে আমির খালেদ আল-লাদাওয়ি নিহত হন। তিনি ইসরাইলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত হামাস সদস্য শাকির আমারাকে স্বাগত জানাতে গিয়েছিলেন। পশ্চিম তীরের এরিহা শহরে অবস্থিত আকাবা জাবার শরণার্থী শিবিরে তাকে গুলি করে হত্যা করা হয়।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।