আরব জোটের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i102388-আরব_জোটের_কয়েক_ডজন_ভাড়াটে_গেরিলা_নিহত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সমর্থিত কয়েক ডজন গেরিলা নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে গতকাল (সোমবার) সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka
  • ‌ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা
    ‌ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সমর্থিত কয়েক ডজন গেরিলা নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে গতকাল (সোমবার) সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠী জায়ান্টএর একটি সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই এলাকা কেঁপে ওঠে। সূত্রগুলো বলছে- ইয়েমেনি যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায়

গেরিলা কমান্ডার মাজদি আল-রাদফানি

ইয়েমেনের একই প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল-রাদফানি ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা এবং কয়েক ডজন গেরিলা নিহতের ঘটনা ঘটলো।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত কয়েকদিনে হুথি আনসারুল্লাহ গেরিলা এবং ইয়েমেনি সামরিক বাহিনীর হামলায় ১৩০ জনের বেশি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১