সৌদি আরবকে অবশ্যই বলদর্পিতা বন্ধ করতে হবে: হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম শফিউদ্দিন
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সৌদি আরবকে অবশ্যই আঞ্চলিক দেশগুলোতে বলদর্পিতামূলক তৎপরতা বন্ধ করতে হবে। হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম শফিউদ্দিন গতকাল (বুধবার) একথা বলেন। আরব অঞ্চলের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সৌদি আরব যে হস্তক্ষেপমূলক তৎপরতা চালিয়ে আসছে তারও নিন্দা জানান তিনি।
হাশিম সফিউদ্দিন বলেন, “লেবাননের ভেতরে যে সমস্ত মানুষ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী আমরা তাদের উদ্দেশ্যে ঘোষণা করছি যে, আমরা চাই সৌদি আরব এই অঞ্চলে তার বলদর্পী তৎপরতা বন্ধ করুক। সৌদি আরব আমাদের দেশের ভেতরে চরমভাবে হস্তক্ষেপমূলক তৎপরতা চালিয়েছে এবং আমরা তাদের প্রতি আহ্বান জানায় যে, তারা যেন লেবাননের জনগণকে পরস্পরের বিরুদ্ধে উসকে না দেয়।”

হিজবুল্লাহর এ নেতা সুস্পষ্ট করে বলেন, সৌদি আরবকে লেবাননের ভেতরে ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।
গত অক্টোবর মাসে সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। পাশাপাশি লেবাননে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে তলব করে। ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমালোচনা করে আল-জাাজিরা টেলিভিশনকে লেবাননের সাবেক তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বক্তব্য দেয়ার পর সৌদি আরব ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এসব পদক্ষেপ নেয়।#
পার্সটুডে/এসআইবি/১৩