ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফরের পর ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i103200-ইসরাইলি_প্রেসিডেন্টের_আমিরাত_সফরের_পর_ইয়েমেনে_ভয়াবহ_বিমান_হামলা
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তেলআবিব ফিরে যাওয়ার পর সৌদি জোট এই বর্বর হামলা চালালো।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৪:৫০ Asia/Dhaka
  • ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফরের পর ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তেলআবিব ফিরে যাওয়ার পর সৌদি জোট এই বর্বর হামলা চালালো।

সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সৌদি জোটের অন্যতম প্রধান সহযোগী এবং দেশটি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি জোট রাজধানী সানাসহ এই প্রদেশের তিনটি এলাকায় আট দফা বিমান হামলা চালিয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি জোট দুটি এলাকায় ১১ দফা বিমান হামলা চালিয়েছে।

তেলসমৃদ্ধ মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশে সৌদি জোট ১৩ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল-যাওফ প্রদেশে সাত দফা বিমান হামলা চালিয়েছে।

এর আগে গতকাল (সোমবার) খুব ভোরে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্যিকেন্দ্র দুবাইয়ের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কয়েকটি এলাকায় বড় রকমের অভিযান চালিয়েছে। ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফরের মধ্যেই এসব হামলা হয়।

আইজাক হারজগ আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে তেলআবিব সমর্থন অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/১