হুথি নেতার পর্যবেক্ষণ
আমেরিকা-ইসরাইলের সঙ্গে জোট সৃষ্টি মুসলিম বিশ্বের জন্য ভয়াবহ হুমকি
-
আবদুল মালিক আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক আল-হুথি আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের জোট মুসলিম বিশ্বের জন্য ভয়াবহ হুমকি।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আল-জুবাহ ও আল-আবদিয়াহ এলাকার গোত্র নেতাদের সঙ্গে গতকাল (সোমবার) এক বঠকে তিনি এ মন্তব্য করেন। হুথি নেতা বলেন, শত্রুরা মুসলমানদেরকে ভেতর থেকে আঘাত করার চেষ্টা করছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত শত্রুদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে।
আবদুল মালিক আল-হুথি বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্ব লালন করা।” তিনি সুস্পষ্ট করে বলেন, যেসব দেশ শত্রুর পক্ষ নিয়ে কাজ করছে তারা তাদের জাতি ও ভূখণ্ডের সঙ্গে মারাত্মক পর্যায়ের বিশ্বাসঘাতকতা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৫