আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i103916-আমিরাত_ও_সৌদি_আরবে_ড্রোন_হামলার_ফুটেজ_প্রকাশ_করল_ইয়েমেন
সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের গভীর অভ্যন্তরে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৫:২৭ Asia/Dhaka

সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের গভীর অভ্যন্তরে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই ফুটেজ প্রকাশের ঘোষণা দেন। এরপর দেশটির গণমাধ্যম ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করে। তবে এসব হামলার সুনির্দিষ্ট তারিখ ওই ফুটেজ জানানো হয় নি।

ইয়েমেনি ড্রোন

সম্প্রতি ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের উপর এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এছাড়া, দীর্ঘদিন ধরে সৌদি আরবের উপর হামলা চালিয়ে আসছে ইয়েমেনে সামরিক বাহিনী।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরবদের দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন শুরু করেছিল তার একটিও অর্জন করতে পারে নি।

ইয়েমেনের সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, সৌদি আরব ও তার মিত্ররা যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে তারা পাল্টা হামলা জোরদার করবে। সৌদি আগ্রাসনে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬