ইয়েমেন সংকট
ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো ১৪০টি আরব মানবাধিকার সংস্থা
প্রায় ১৪০টি আরব মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজ দারিদ্র পীড়িত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন এবং অবরোধ অবসানের আহ্বান জানিয়েছে। ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক সমাজের নিরব ভূমিকারও কঠোর সমালোচনা করেছে তারা।
গতকাল রোববার ১৩৮টি মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সৌদি-আমিরাত যুদ্ধের কড়া নিন্দা জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে দুর্ভিক্ষা এবং নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলো লিখেছে, গোটা বিশ্বের চোখের সামনে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। সৌদি আরব এবং আরব আমিরাতের বিরাট অঙ্কের অনুদান হাতছাড়া হওয়ার ভয়ে জাতিসংঘ এবং এর অঙ্গসংগঠন গুলোর নেতৃত্বে আন্তর্জাতিক সমাজ ইয়েমেন ইস্যুতে নিরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

এছাড়া, সংস্থাগুলো যৌথ বিবৃতিতে এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, নির্বিচার সৌদি বোমা বর্ষণে সরাসরি নিহত হয়েছে অন্তত ১৭ হাজার বেসামরিক ইয়েমেনি এবং দেশটির অবকাঠামোর ৮৫ শতাংশেরও বেশি ধ্বংস হয়ে গেছে অথবা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। হামলায় ১৫টি বিমানবন্দর, ৪০০টি হাসপাতাল ও ক্লিনিক, ১৬টি বন্দর, ৬৮০টি জনপ্রিয় বাজার, ৫০০টি টেলিকোমোনিকেশন কেন্দ্র, ২,০০০টি সরকারি স্থাপনা, ১১,০০০টি বাণিজ্যিক কেন্দ্র এবং ১,৫০০টি মসজিদসহ ৫,৭৯,৯০০টি বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও ব্যাপক অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে এক লাখেরও বেশি ইয়েমেনি অনাহার ও রোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। অবরোধের ফলে সৃষ্ট খাদ্য, জ্বালানী এবং ওষুধের অভাবে শিশুসহ লাখ লাখ ইয়েমেনির জীবন এখন বিপন্ন। প্রতি কয়েক মিনিটে প্রাণ হারাচ্ছে অপুষ্টির শিকার অন্তত একজন ইয়েমেনি শিশু।#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।