রমজানে মসজিদুল আকসায় হামলা হলে জাহান্নামের দরজা খুলে যাবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i105832-রমজানে_মসজিদুল_আকসায়_হামলা_হলে_জাহান্নামের_দরজা_খুলে_যাবে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, আসন্ন রমজানে মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলার ঘটনা ঘটলে দখলদারদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৯, ২০২২ ১৫:৪৪ Asia/Dhaka
  • সালেহ আল আরোরি
    সালেহ আল আরোরি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, আসন্ন রমজানে মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলার ঘটনা ঘটলে দখলদারদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

হামাসের এই নেতা স্পষ্ট করে বলেন, দু'টি বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি। এর একটি হলো মসজিদুল আকসা ও এর আশেপাশে কোনো ধরণের হামলা করা যাবে না। মসজিদুল আকসায় মুসল্লিদের প্রবেশে কোনো ধরণের বাধা সৃষ্টিও মেনে নেয়া হবে না। দ্বিতীয় বিষয় হলো, রমজান আসার পরও ফিলিস্তিনি বন্দিরা যদি অনশন ধর্মঘট অব্যাহত রাখতে বাধ্য হয় তাহলে তা সহ্য করা হবে না। এর ফলে পরিস্থিতি বিস্ফোরন্মুখ হয়ে উঠবে।

সালেহ আল আরোরি আরও বলেন, দখলদার ইসরাইলের এটা বুঝা উচিত বায়তুল মুকাদ্দাস এবং মসজিদুল আকসাসহ পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন।

তিনি বলেন, গাজায় শেষবারের যুদ্ধ কয়েক মাস ধরে অব্যাহত রাখার প্রস্তুতি ছিল আমাদের। সে সময় 'সোর্ড অব কুদস' অভিযানে শত্রুদের সামনে তাদের কৌশলগত বিপদের নানা দিক তুলে ধরা হয়েছে।#     

 পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।