বাহরাইন থেকে মার্কিন নৌঘাঁটি উচ্ছেদ করুন, বহিষ্কার করুন মার্কিন সেনাদের
https://parstoday.ir/bn/news/west_asia-i106234-বাহরাইন_থেকে_মার্কিন_নৌঘাঁটি_উচ্ছেদ_করুন_বহিষ্কার_করুন_মার্কিন_সেনাদের
বাহরাইনের ফেব্রুয়ারি ফোর্টিন রেভুলিউশন ইয়্যুথ কোয়ালিশন দেশ থেকে মার্কিন বাহিনীর নৌঘাঁটি উচ্ছেদ এবং সমস্ত সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৬, ২০২২ ১৫:৫৯ Asia/Dhaka
  • বাহরাইনের পানিসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ
    বাহরাইনের পানিসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ

বাহরাইনের ফেব্রুয়ারি ফোর্টিন রেভুলিউশন ইয়্যুথ কোয়ালিশন দেশ থেকে মার্কিন বাহিনীর নৌঘাঁটি উচ্ছেদ এবং সমস্ত সেনা বহিষ্কারের দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে কোয়ালিশন বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ও লক্ষ্য হচ্ছে আলে খলিফা পরিবারকে রক্ষা করা যারা বাহারাইনে মার্কিন সরকারের সেবা দিয়ে যাচ্ছে। বাহরাইনের জনপ্রিয় আন্দোলনের কর্মীদের উপর দমনপীড়ন চালানোর জন্য মার্কিন ঘাঁটির সেনারা জর্দান, পাকিস্তান সিরিয়া এবং ইয়েমেনের ভাড়াটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে।

বাহরাইনের বিরোধী গ্রপ জোর দিয়ে বলছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর মানামা এখন ইহুদিবাদীদের গুপ্তচরের আখড়ায় পরিণত হয়েছে। এখান থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে।

ফেব্রুয়ারি ফোর্টিন রেভুলিউশন ইয়্যুথ কোয়ালিশনের বিক্ষোভ (ফাইল ফটো)

বাহরাইনের জনপ্রিয় আন্দোলনটি দাবি করছে যে, রাজধানী মানামার 8 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটি উচ্ছেদ করতে হবে এবং সেখানে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার যত কর্মকর্তা এবং নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা আছে তাদের সবাইকে বহিষ্কার করতে হবে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, আজকে ইরানের পরমাণু কর্মসূচি কোনো সমস্যা নয় বরং সমস্যা হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থান এবং সেখানকার ইসলামি বিপ্লব হচ্ছে সাম্রাজ্যবাদী, ইহুদিবাদী এবং আরব রাজতান্ত্রিক সরকারগুলোর জন্য হুমকি।#

পার্সটুডে/এসআইবি/৬