মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেছেন সৌদি যুবরাজ
(last modified Tue, 03 May 2022 13:19:36 GMT )
মে ০৩, ২০২২ ১৯:১৯ Asia/Dhaka
  • মানসুর হাদি ও সৌদি যুবরাজ
    মানসুর হাদি ও সৌদি যুবরাজ

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পর সৌদি চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। রাই আল-ইয়াউম নামের একটি আরবি ভাষার পত্রিকা ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, মানসুর হাদি সৌদি আরবের অনুমতি ছাড়া ব্যক্তিগতভাবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সৌদি আরবের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না

এ ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেন। রাই আল-ইয়াউম পত্রিকার খবর অনুসারে, হাদীর দুই ছেলে নাসের এবং জালাল গৃহবন্দি রয়েছেন। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হয়েছে

গত ৭ এপ্রিল মানসুর হাদি ঘোষণা করেছিলেন যে, তিনি ইয়েমেনের একটি প্রতিনিধি দলের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এরপর ১৭ এপ্রিল মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা সৌদি আরব ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল যে, সৌদি যুবরাজ ক্ষমতা হস্তান্তরের জন্য মানসুর হাদিকে লিখিত নির্দেশনা দিয়েছিলেন#

পাসটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ