আবারও হাসপাতালে ভর্তি হলেন সৌদি রাজা সালমান
(last modified Sun, 08 May 2022 10:03:25 GMT )
মে ০৮, ২০২২ ১৬:০৩ Asia/Dhaka
  • সৌদি রাজা
    সৌদি রাজা

সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ আজ (রোববার) এ তথ্য দিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

গত দুই মাসে এ নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হলেন রাজা সালমান। এর আগে গত ১৬ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময়ও শারীরিক পরীক্ষার পাশাপাশি তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কথা বলা হয়েছিল।

২০১৫ সালে সৌদি আরবের রাজা হন সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তার বয়স ৮৬ বছর। এর আগে যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবের রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ হিসেবে ঘোষণা দেন।

যুবরাজ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেন মুহাম্মাদ বিন সালমান। বর্তমানে এই যুবরাজই কার্যত সৌদি আরবকে পরিচালনা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।# 

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।