যুদ্ধবিরতি উল্লেখযোগ্যভাবে ইয়েমেন-সৌদির সংঘাত কমিয়ে দিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i108090
ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন, দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৮, ২০২২ ১৫:০৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইয়েমেন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, রমজান মাসের প্রথম দিকে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে সংঘাত কমে এসেছে। এ অবস্থায় তিনি আশা করছেন, দুই মাসের জন্য যুদ্ধবিরতি হলেও তার মেয়াদ আরও বাড়বে।

গ্রুন্ডবার্গ বলেন, যুদ্ধের দুপক্ষ সামরিক শর্তগুলো মেনে চলছে এবং এই যুদ্ধবিরতি ইয়েমেনের জনজীবনে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে।

জাতিসংঘ প্রতিনিধি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইয়েমেনের পক্ষ কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায় নি; একইভাবে সৌদি আরবও ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালায় নি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার ব্রিফিংয়ে হ্যান্স গ্রুন্ডবার্গ সাংবাদিকদের এসব কথা বলেন।

গত ১ এপ্রিল জাতিসংঘের বিশেষ দূত গ্রুন্ডবার্গ জানিয়েছিলেন, যুদ্ধরত ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। এর সাত বছর পরে এসে প্রথমবারের মতো এই যুদ্ধবিরতি কার্যকর হয়।#

পার্সটুডে/এসআইবি/১৮