নিজেদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরাইলের আয়রন ডোম
https://parstoday.ir/bn/news/west_asia-i108150-নিজেদের_বিমান_লক্ষ্য_করে_ক্ষেপণাস্ত্র_ছুড়লো_ইসরাইলের_আয়রন_ডোম
দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ভুল করে নিজেদের বিমান লক্ষ্য করে দু'টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রুশ টিভি চ্যানেল 'রাশাটুডে' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
মে ১৯, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • ইসরাইলের  আয়রন ডোম
    ইসরাইলের আয়রন ডোম

দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ভুল করে নিজেদের বিমান লক্ষ্য করে দু'টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রুশ টিভি চ্যানেল 'রাশাটুডে' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

আজ সকাল সোয়া নয়টায় উত্তর ইসরাইলের একাংশে হঠাৎ সাইরেন বেজে ওঠে। এটি এমন সাইরেন যা কেবল শত্রুর বিমান হামলার সময় বেজে ওঠে। সাইরেন বাজার পরপরই ঐ এলাকার বাসিন্দারা ১০ মিনিটের জন্য যুদ্ধকালীন নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এরপর তারা জানতে পারেন 'আয়রন ডোম' থেকে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। আর এ কারণেই বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল এলাকাজুড়ে। ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এর আগে গত মাসে 'আয়রন ডোম'-এর দু'টি ইউনিট ভুলক্রমে পরস্পরের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। আয়রন ডোমের এই দু'টি ইউনিটের অবস্থান ছিল কাছাকাছি। হঠাৎ উভয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র বের হতে শুরু করে। শত্রু পক্ষের রকেট ভেবে একে অপরের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে তা ধ্বংস করে দেয়। এসব ঘটনাকে আয়রন ডোমের বড় ধরণের কারিগরি ত্রুটি হিসেবে গণ্য করা হচ্ছে।# 

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।