‘দারিদ্রের কবলে পড়ে থাকা পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না’
https://parstoday.ir/bn/news/west_asia-i108404-দারিদ্রের_কবলে_পড়ে_থাকা_পর্যন্ত_যুদ্ধবিরতির_মেয়াদ_বাড়াব_না’
ইয়েমেনের উপ প্রধানমন্ত্রী এবং উপ  প্রতিরক্ষামন্ত্রী জালাল আল-রুউইশান বলেছেন, তার দেশ যতক্ষণ পর্যন্ত দারিদ্র্যের কবলে পড়ে থাকবে এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিররতির মেয়াদ বাড়াবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২২ ১০:০৩ Asia/Dhaka
  • জালাল আল-রুউইশান
    জালাল আল-রুউইশান

ইয়েমেনের উপ প্রধানমন্ত্রী এবং উপ  প্রতিরক্ষামন্ত্রী জালাল আল-রুউইশান বলেছেন, তার দেশ যতক্ষণ পর্যন্ত দারিদ্র্যের কবলে পড়ে থাকবে এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিররতির মেয়াদ বাড়াবে না।

তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়েছে কমই। আগ্রাসী সৌদি জোট যুদ্ধবিরতির শর্তাবলীর প্রতি কোনো সম্মান দেখায় নি বরং  আরব সামরিক জোট প্রায় সময়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জালাল আল-রুউইশান। তিনি বলেন, "সৌদি জোটের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনা আমরা ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধিকে জানিয়েছি কিন্তু কোন লাভ হয়নি। এজন্য যতক্ষণ পর্যন্ত ইয়েমেনের জনগণের ভোগান্তি অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর কোনো কারণ নেই।"

এদিকে ইয়েমেনে একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২৪ ঘন্টায় এবং সৌদি জোট ও তাদের অনুগত যোদ্ধারা কমপক্ষে ১৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরমধ্যে সৌদি জোটের ৬টি জঙ্গিবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে এবং বিভিন্ন প্রদেশে ড্রোনের চল্লিশটি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি জোট।। এছাড়া হুতি সমর্থিত সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সৌদি আগ্রাসীরা গোলাবর্ষণ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।