উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল শুরু; শাহাদাৎপিয়াসী হামলা চালাল এক ফিলিস্তিনি
https://parstoday.ir/bn/news/west_asia-i108572-উগ্র_ইহুদিবাদীদের_পতাকা_মিছিল_শুরু_শাহাদাৎপিয়াসী_হামলা_চালাল_এক_ফিলিস্তিনি
উগ্র ইহুদিবাদীদের উসকানিমূলক পতাকা মিছিল শুরু হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদ ও হুঁশিয়ারি সত্ত্বেও এই মিছিলের আয়োজন করেছে ইহুদিবাদীরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৯, ২০২২ ২১:১৬ Asia/Dhaka
  • উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল শুরু; শাহাদাৎপিয়াসী হামলা চালাল এক ফিলিস্তিনি

উগ্র ইহুদিবাদীদের উসকানিমূলক পতাকা মিছিল শুরু হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদ ও হুঁশিয়ারি সত্ত্বেও এই মিছিলের আয়োজন করেছে ইহুদিবাদীরা।

এতে সমর্থন দিচ্ছে ইসরাইলের শাসক গোষ্ঠী। ইসরাইলি গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ইহুদিরা মিছিল নিয়ে আল-আকসা মসজিদের পার্শ্ববর্তী বাব আল-আমুদ ‌এলাকার দিকে এগোচ্ছে। সেখানে উগ্র ইহুদিবাদীদের সমবেত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলোও।

এদিকে, ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে পতাকা মিছিলের একই সময়ে বায়তুল মুকাদ্দাসের বেথেলহাম সড়কে শাহাদাৎপিয়াসী হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এছাড়া, উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে বায়তুল মুকাদ্দাস শহরে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।

পশ্চিম তীরের রামাল্লাহ থেকে সাংবাদিকেরা জানিয়েছেন, ইহুদিবাদীদের পতাকা মিছিলের প্রতিবাদে সেখানে ফিলিস্তিনিরাও পতাকা মিছিলের আয়োজন করেছে।

ইহুদিবাদীদের উসকানিমূলক পতাকা মিছিলের পরিণতির বিষয়ে এর আগে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।#        

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।