সিরিয়ার ভেতরে অভিযান না চালাতে তুরস্কের প্রতি রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i108748-সিরিয়ার_ভেতরে_অভিযান_না_চালাতে_তুরস্কের_প্রতি_রাশিয়ার_আহ্বান
সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান না চালানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ০৩, ২০২২ ১৪:৫২ Asia/Dhaka
  • মারিয়া জাখারোভা
    মারিয়া জাখারোভা

সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান না চালানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছেন, আমরা আশা করি সিরিয়ার বিদ্যমান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলার সমস্ত তৎপরতা থেকে আঙ্কারা বিরত থাকবে। তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকারের অনুমোদন ছাড়া দেশটির ভেতরে সামরিক অভিযান চালানোর ঘটনা সরাসরি সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে।

এর আগের দিন বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশ সিরিয়ার তাল রিফাত এবং মানবিজ শহরে সামরিক অভিযান চালাবে।

তুরস্ক থেকে সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার ভেতরে নিরাপদ অঞ্চল গঠনের জন্য কুর্দি গেরিলাদের  বিরুদ্ধে এই সামরিক অভিযান চালানো হবে এবং পরবর্তীতে আরো কয়েক ধাপে অভিযান চলবে বলে এরদোগান জানান।

এ প্রসঙ্গে মারিয়া জাখারোভা বলেন, তুরস্কের উদ্বেগের বিষয়টি আমরা বুঝতে পারি কিন্তু সিরিয়ার সার্বভৌমত্বের বিষয়টিও বিবেচনা করতে হবে। সে ক্ষেত্রে ওই এলাকায় সিরিয়ার সেনা মোতায়েন করা আপাতত সমাধান হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।