অধিকৃত ভূখণ্ডের বন্দর নগরী হাইফা রিফাইনারিতে ভয়াবহ আগুন
https://parstoday.ir/bn/news/west_asia-i109280-অধিকৃত_ভূখণ্ডের_বন্দর_নগরী_হাইফা_রিফাইনারিতে_ভয়াবহ_আগুন
অধিকৃত ভূখণ্ডের বন্দর নগরী হাইফা রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৫, ২০২২ ১৮:৩৮ Asia/Dhaka

অধিকৃত ভূখণ্ডের বন্দর নগরী হাইফা রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি সূত্র অগ্নিদগ্ধ রিফাইনারির ছবি প্রকাশ করে বলেছে: আগুন লাগার ঘটনা এতোই ভয়াবহ ছিল যে শোধনাগারের আগুন থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলিতে আকাশ ছেয়ে গেছে। অগ্নিকাণ্ড সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায় নি।

এদিকে আজ সকালে তেলআবিবের রোহবট এলাকার একটি কারখানাতেও আগুন লেগেছে। বিষাক্ত পদার্থ অ্যামোনিয়া লিকেজের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটে। কারখানায় আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

বলা হয়ে থাকে যে ইহুদিবাদী ইসরাইল অগ্নিকাণ্ডের ঘটনা কিংবা প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের খবর প্রচারের ক্ষেত্রে ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করে থাকে।  

অধিকৃত ভূখণ্ডের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মাঝে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেজন্যই ওই সীমাবদ্ধতা আরোপ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অধিকৃত ভূখণ্ডে জড়ো করা ইহুদিবাদীদের কাছে প্রকৃত ঘটনা রাখঢাক করে প্রতিদিনই এমনসব খবর পৌঁছানো হয় যাতে তারা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারে। প্রকৃত পরিস্থিতি তারা জানতে পারলে অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যাবে-এই আশঙ্কা থেকেই খবর সেন্সর করা হয়।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।