গাজায় হামলার আকস্মিক মহড়া দিল ইসরাইল
(last modified Thu, 07 Jul 2022 12:57:04 GMT )
জুলাই ০৭, ২০২২ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাদের ট্যাংক বহর (ফাইল ফটো)
    ইসরাইলি সেনাদের ট্যাংক বহর (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের সেনারা অঘোষিতভাবে একটি মহড়া চালিয়েছে যাকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেল এই সামরিক মহড়ার কথা ফাঁস করেছে। নেজেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটির কাছে ইসরাইলি সেনারা ওই মহড়া চালায়। ফিলিস্তিনের আরবি ভাষার গণমাধ্যম ‘সামা’ আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাদেরকে আগে কোনো ধারণা দেয়া ছাড়াই তলব করা হয় এবং এসব সেনাকে মহড়ায় অংশ নিতে হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দাবি করছেন, আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে গাজা যুদ্ধ শুরু হতে পারে।

গত বছরের মে মাসে ইহুদিবাদী ইসরাইল গাজার বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে কিন্তু সেখানকার প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদীবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিশেষ করে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি বাহিনীর জবাব দেয়। অপারেশন আল কুদস সোর্ড নামের ওই প্রতিরোধ যুদ্ধ এগারো দিন ধরে চলে এবং এর মাধ্যমে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সামরিক সক্ষমতা ফুটে ওঠে।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ