বাইডেনের পশ্চিম এশিয়া সফর:
বাইডেনের সফরকে সামনে রেখে ফিলিস্তিনে 'আয়রন ডোম' সিস্টেম প্রতিষ্ঠা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পশ্চিম এশিয়া সফরকে সামনে রেখে সীমান্ত এলাকায় আয়রন ডোম সিস্টেম প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।
বাইডেনকে স্বাগত জানাতে এবং তার সফরকে নিরাপদ করতেই ইসরাইলি নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। আগামি বুধবার বেন-গুরিয়ান বিমানবন্দরে তাঁর প্রবেশ করার কথা রয়েছে। তাঁর সফরের নিরাপত্তার স্বার্থে গতকাল (রোববার) থেকেই ইসরাইলি সামরিক বাহিনী এবং বিমান বাহিনী মহড়া দিচ্ছে। মহড়ার অংশ হিসেবেই সম্ভাব্য যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে আয়রন ডোম স্থাপনের পরিকল্পনা নিয়েছে তারা। সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে আয়রন ডোম প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে আরব-৪৮ নিউজ চ্যানেল।
এদিকে ইসরাইলি পুলিশ জানিয়েছে আগামি কয়েকদিন এবং বুধবার বিকেল থেকে অন্ত ১৬ হাজার পুলিশ কর্মকর্তা, সীমান্তরক্ষী বাহিনী এবং স্বেচ্ছাসেবি বাহিনী মোতায়েন করা হবে। জো বাইডেনের সফরকালে পরিস্থিতি শান্তিপূর্ণ, সুশৃঙ্ক্ষল ও নিরাপদ রাখার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে অপারেশন ব্লু-শিল্ড একটি জটিল তবে পরিপূর্ণ অভিযান। ইসরাইলি পুলিশ ওই অভিযান পরিচালনা করবে।
বাইডেনের ইসরাইল ও সৌদি আরব সফরের ঘটনাকে কেন্দ্র করে এরইমধ্যে ব্যাপক বিক্ষাভ দেখা দিয়েছে। সৌদি আরব ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে উপেক্ষা করার কারণেই ভেতরে-বাইরে ওই সমালোচনা হচ্ছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।