মার্কিন সেনা উপস্থিতিতে সিরিয়ার ক্ষতি ১০৭ বিলিয়ন ডলার
https://parstoday.ir/bn/news/west_asia-i112590-মার্কিন_সেনা_উপস্থিতিতে_সিরিয়ার_ক্ষতি_১০৭_বিলিয়ন_ডলার
সিরিয়ার ওপর আমেরিকার বহু বছরের দখলদারিত্বের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির তেল ও গ্যাসখাতে ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ অভযোগ জানানো হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩০, ২০২২ ০৭:৩৭ Asia/Dhaka
  • সিরিয়ার একটি তেল কূপে সেনা মোতায়েন করে প্রকাশ্যে তেল চুরি করছে আমেরিকা (ফাইল ছবি)
    সিরিয়ার একটি তেল কূপে সেনা মোতায়েন করে প্রকাশ্যে তেল চুরি করছে আমেরিকা (ফাইল ছবি)

সিরিয়ার ওপর আমেরিকার বহু বছরের দখলদারিত্বের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির তেল ও গ্যাসখাতে ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এ অভযোগ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হিসেবে গত জুন মাস পর্যন্ত স্বাগতিক দেশের ১০৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মার্কিন সেনারা যেমন তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে জ্বালানী চুরি করছে তেমনি তাদের ছত্রছায়ায় সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলিও তেল-গ্যাস চুরি করে বিদেশে পাচার করছে।

সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা

মার্কিন সরকার ও তার সহযোগীরা সিরিয়ায় তৎপর আইএস জঙ্গিদের নির্মূল করার অজুহাতে ২০১৪ সালে ইরাকে সেনা মোতায়েন করে। অথচ এই কাজে জাতিসংঘের অনুমোদন বা দামস্কের অনুমতি নেয়া হয়নি। দামেস্ক প্রায়ই সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে এসব সেনা প্রত্যাহার করার আহ্বান জানায়।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।