কথিত প্রশাসনিক আটকাদেশের প্রতিবাদ
মুক্তি পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙলেন ফিলিস্তিনি বন্দি আওয়াদে
-
মুক্তি পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করেন আওয়াদে
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক একজন সংকটাপন্ন ফিলিস্তিনি বন্দিকে তেল আবিব মুক্তি দিতে সম্মত হওয়ার পর তিনি তার ১৭২ দিনব্যাপী অনশন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ তিনি এক কাপ চা পান করে তার অনশন ভঙ্গ করেন।
৪০ বছর বয়সি খলিল আওয়াদে প্রায় ছয় মাস আগে অনশন ধর্মঘট শুরু করার পর তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। তিনি নিজের পায়ে আবার হাঁটতে না পারা পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন বলে জানিয়েছেন ।

চার কন্যা সন্তানের বাবা এই ফিলিস্তিনি যুবককে গত বছরের ডিসেম্বরে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। এরপর তাকে কথিত ‘প্রশাসনিক আটকাদেশ’ দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়। প্রশাসনিক আটকাদেশ এমন একটি পরিভাষা যার আওতায় ফিলিস্তিনি বন্দিদেরকে বিনা বিচারে বছরের পর বছর ধরে ইসরাইলে কারাগারে আটক রাখা যায়। কোনো ধরনের চার্জশিট গঠন, বিচার বা অভিযুক্ত হওয়া ছাড়াই এরকমভাবে ইসরাইলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
কিন্তু আওয়াদে কথিত ওই আটকাদেশ পাওয়ার পরপরই অনশন ধর্মঘট শুরু করেন এবং গতমাস পর্যন্ত তিনি প্রায় ৪৫ কেজি ওজন হারানোর পর তার আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। এছাড়া গত সপ্তাহে আওয়াদে’র ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে। এরপরই তাকে ছেড়ে দিতে সম্মত হয় দখলদার ইসরাইল। খবরে বলা হয়েছে, খলিল আওয়াদে আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে যাচ্ছেন।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।