অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হোন: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i113426-অবৈধ_ইহুদি_বসতি_স্থাপনের_বিরুদ্ধে_সোচ্চার_হোন_হামাস
ইহুদিবাদী ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকানোর জন্য ফিলিস্তিনি জনগণকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজা-ভিত্তিক সংগঠনটি বলেছে, সম্ভাব্য সব উপায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ০৬:৫৫ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র ফৌজি বারহুম
    হামাসের মুখপাত্র ফৌজি বারহুম

ইহুদিবাদী ইসরাইলের অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকানোর জন্য ফিলিস্তিনি জনগণকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজা-ভিত্তিক সংগঠনটি বলেছে, সম্ভাব্য সব উপায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

হামাসের মুখপাত্র ফৌজি বারহুম রোববার গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইহুদিবাদী সরকার জর্দান নদীর পশ্চিম তীরের খিরবেত ইহমির অঞ্চলের বিশাল এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এই বেষ্টনির ভেতরের অংশে অদূর ভবিষ্যতে উপনিবেশবাদী বসতি গড়ে তোলা হবে।

জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নির্মিত অবৈধ ইহুদি বসতি (ফাইল ছবি)

ফৌজি বারহুম বলেন, ফিলিস্তিনি জনগণ, তাদের ভূমি ও পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল দীর্ঘকাল ধরে যে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে খিরবেত ইহমির অঞ্চলের বিশাল এলাকা জবরদখল করা হচ্ছে। বারহুম বলেন, এ ধরনের অপরাধযজ্ঞ আর বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া হবে না।

হামাসের এই নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত জাতিগত শুদ্ধি অভিযান কখনওই সফল হবে না; ফিলিস্তিনি জাতি ছিল, আছে ও থাকবে এবং তারা ইহুদিবাদী জবরদখলকারীদের কবল থেকে একদিন তাদের মাতৃভূমি মুক্ত করে ছাড়বে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।