ড্রোন উড়ানোর পরই সব দাবি আদায় হচ্ছে: লেবাননের হিজবুল্লাহ
(last modified Sun, 23 Oct 2022 15:17:20 GMT )
অক্টোবর ২৩, ২০২২ ২১:১৭ Asia/Dhaka
  • নাবিল কাউক
    নাবিল কাউক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সদস্য শেখ নাবিল কাউক বলেছেন, লেবানন বড় ধরণের বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।

তিনি আজ (রোববার) এক ভাষণে আরও বলেছেন, দখলদার ইসরাইলের সঙ্গে পানি সীমা নির্ধারণ সংক্রান্ত ইস্যুতে সব দাবি আদায়ের মাধ্যমে ঐতিহাসিক ও কৌশলগত বিজয় অর্জন করতে যাচ্ছে লেবানন।

লেবাননের এই প্রভাবশালী নেতা বলেন, ১১ বছর ধরে আলোচনার মাধ্যমে সাগরের এক মিটারও উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু কারিশ গ্যাস ক্ষেত্রের আকাশে হিজবুল্লাহ তথা প্রতিরোধ ফ্রন্ট কয়েকটি ড্রোন উড়িয়েই গোটা হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এবং সব অধিকার আদায় করতে সক্ষম হয়েছে।

ইসরাইলের সঙ্গে পানি সীমা নির্ধারণ ইস্যুতে যে সমঝোতা চূড়ান্ত হয়েছে তাতে লেবাননের দাবিগুলোকে মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরপরই হিজবুল্লাহর পক্ষ থেকে এ দাবি করা হলো।#  

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।