পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের পাশবিকতা: নিহত ৫ ফিলিস্তিনি আহত ২১
(last modified Tue, 25 Oct 2022 04:34:27 GMT )
অক্টোবর ২৫, ২০২২ ১০:৩৪ Asia/Dhaka
  • একজন আহত ফিলিস্তিনি কিশোরকে হাসপাতালে নিয়ে এসেছন প্রতিবেশীরা
    একজন আহত ফিলিস্তিনি কিশোরকে হাসপাতালে নিয়ে এসেছন প্রতিবেশীরা

ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত রাতভর চলা এই পাশবিক হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লা ও নাবলুস শহরের কয়েকটি এলাকায় এই হামলা চালায় দখলদার সেনারা। নাবলুস শহরে চালানো হামলায় চার ফিলিস্তিনি এবং রামাল্লায় অপর ফিলিস্তিনি যুবক নিহত হন।

রামাল্লা শহরে নিহত ফিলিস্তিনি কিশোর নবি সালেহর বুকে গুলি করে দখলদার সেনারা।হামলায় চার ফিলিস্তিনি এবং রামাল্লায় অপর ফিলিস্তিনি যুবক নিহত হন। রামাল্লা শহরে নিহত ফিলিস্তিনি কিশোর নবি সালেহর বুকে গুলি করে দখলদার সেনারা।

নাবলুস শহরে নিহত একজন ফিলিস্তিনি যুবক সেখানকার একটি প্রতিরোধ আন্দোলনের নেতা। তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। সোমবার রাতভর ইহুদিবাদী সেনাদের চালানো এ পাশবিকতায় ২১ ফিলিস্তিনি আহত হন।

গাজা ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। সেইসঙ্গে পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ইসরাইল বিরোধী দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।