সকল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ইরান: জিহাদ নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i114922-সকল_ফিলিস্তিনি_প্রতিরোধ_আন্দোলনের_ঘনিষ্ঠ_সহযোগী_ইরান_জিহাদ_নেতা
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইসলামি জিহাদ আন্দোলনসহ সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka
  • গাজা উপত্যকা থেকে ভিডিও কলে যুক্ত হয়ে আল-জাযিরাকে সাক্ষাৎকার দেন জিয়াদ আন-নাখালা
    গাজা উপত্যকা থেকে ভিডিও কলে যুক্ত হয়ে আল-জাযিরাকে সাক্ষাৎকার দেন জিয়াদ আন-নাখালা

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইসলামি জিহাদ আন্দোলনসহ সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ইরান।

জিয়াদ আন-নাখালা কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, জিহাদ আন্দোলন ও ফিলিস্তিনি জনগণের ঘনিষ্ঠ মিত্র ইরান। ইরানের রাজনৈতিক অবস্থান আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে এবং সংগ্রামী ফিলিস্তিনিদের পক্ষে।”

জিহাদ আন্দোলনের নেতা আরো বলেন, “যখন আরব শাসকরা ফিলিস্তিনিদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে একের পর এক ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তখন ইরান জিহাদ আন্দোলনসহ সকল ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।”

তেহরান সফরে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে নাখালার সাক্ষাৎ (ফাইল ছবি)

তিনি বলেন, আরব শাসকরা আমেরিকার অনুগত হয়ে থাকার পথ বেছে নিয়েছে যে আমেরিকার অস্ত্র দিয়ে ইসরাইলিরা ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। নাখালা বলেন, বিগত বছরগুলোতে পশ্চিম তীরের বিশাল ভূখণ্ড নতুন করে জবরদখল করে আট লাখেরও বেশি নতুন বসতি স্থাপন করেছে ইসরাইল। এসব বসতিতে বহিরাগত ইহুদিবাদীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তিনি বলেন, কোনো ধরনের আলোচনা বা আপোষের মাধ্যমে ইসরাইলকে এসব অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। কাজেই তেল আবিবের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।